সংস্থার (Roche Phamra) পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়৷ সেখানে জানানো হয়েছে ওষুধের ১২০০ মিলিগ্রাম (1200 mg dose) ডোজে থাকছে ৬০০ মিলিগ্রাম (600 mg dose) ক্যাসিরিভিম্যাব এবং ৬০০ মিলিগ্রাম ইমডেভিম্যাব৷ প্রতিটি ওষুধের দাম ধার্য করা হয়েছে ৫৯হাজার ৭৫০ টাকা৷ মাল্টিপিল ডোজের সর্বোচ্চ দাম হবে ১ লক্ষ ১৯ হাজার ৫০০টাকা৷ ওষুধের একটি প্যাকে দু’জন রোগীর চিকিৎসা হবে৷
advertisement
ভারতে এই ওষুধটির বিপণনের দায়িত্বে সিপলা (Cipla)৷ প্রথম ধাপে এসেছে এই ওষুধ এবং দ্বিতীয় ধাপে আসবে জুনের মাঝামাঝি (mid-June) ৷
"প্রথম ভাগে অ্যান্টিবডি ককটেল ভারতে এসে গিয়েছে৷ দ্বিতীয় ভাগে আসবে জুন মাসের মাঝামাঝি সময়৷ মোটের উপর ২ লক্ষ রোগীর চিকিৎসায় সাহায্য করতে পারবে এই ওষুধ৷ কারণ ১ লক্ষ প্যাক এসেছে (1 lakh pack of COVID Antibody Cocktail)৷ এবং একটি প্যাক থেকে দু’জন রোগী চিকিৎসার সুবিধা পাবেন৷ ওষুধ সংস্থা সিপলা ও রোশের যৌথ (Cipla and Roche) বিবৃতিতে এটাই জানানো হয়েছে৷ এই ওষুধটি নামী হাসপাতাল এবং কোভিড চিকিৎসা কেন্দ্রে মিলবে৷
ভারতে এই ওষুধের (অ্যান্টিবডি ককটেল) আপতকালীন ব্যবহারের (Covid Antibody Cocktail Emergency Use India) জন্য ছাড়পত্র দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্যান্টডার্ড কন্ট্রোল অরগানাজেশন (CDSCO)৷ এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইওরোপে এই অ্যান্টিবডি ককটেল ব্যবহার করার অনুমতি পেয়েছে৷
ভারতে Roche Pharma-র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ভি সিমপসন এম্যানুয়েল জানান যে, তাঁদের সংস্থা দেশের করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়তে বধ্যপরিকর৷ তাঁরা আশাবাদী যে এই ওষুধ মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে৷ ফলে করোনায় আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজন কিছুটা হলেও কমবে এবং স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্যকর্মীদের উপর যে বিপুল চাপ তৈরি হয়েছে, তা কিছুটা হলেও কম হবে এই বিশেষ অ্যান্টিবডি ককটেলের হাত ধরে৷
করোনা আক্রান্ত ছোট ও বড়দের সংক্রমণে চিকিৎসায় সাহায্য করবে এই ওষুধ৷ করোনার হাল্কা (mild-moderate) উপসর্গে কাজ করবে৷ ছোটদের মধ্যে যাদের বয়স ১২ বছরের উপর এবং ৪০ কেজির বেশি তাদের চিকিৎসার জন্য ব্যবহার করা যাবে এই ওষুধটি৷ খুব বাড়াবাড়ি হওয়ার আগে বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার আগে এই ওষুধ কার্যকর৷ এর ফলে প্রায় ৭০ শতাংশ মৃত্যুর হার কম হতে পারে, দাবি সংস্থার৷
