ওই জেলার দিগাপাহান্ডি ব্লকের এক মহিলা করোনায় হারালেন তাঁর গোটা পরিবারকে । শ্বশুর-শাশুড়ি-স্বামীকে নিয়ে ছিল তাঁর সুখের পরিবার । কিন্তু করোনার থাবায় আজ তিনি নিঃস্ব । পরিবারের সকলেই করোনায় আক্রান্ত হয়েছিলেন । তিনি নিজেও ছিলেন কোভিড পজিটিভ । সকলেই ভর্তি ছিলেন স্থানীয় হাসপাতালে ।
সেখানেই একে একে সকলের মৃত্যু হয় । ওই মহিলার শ্বশুর কৃষ্ণ চন্দ্র পাত্র, শাশুড়ি জানকি পাত্র মারা যান করোনায় । গত ২০ জুলাই তাঁর স্বামী জিতেন্দ্র পাত্রও মারা যান এই মারণ ভাইরাসের আক্রমণে ।
advertisement
পারিবারিক বন্ধু শিব প্রসাদ সংবাদ মাধ্যমে জানান, জিতেন্দ্র ও তাঁর পরিবার গত ৯ জুলাই একটি প্রাইমারি স্কুলে গিয়েছিলেন তাঁদের সোয়াব পরীক্ষার জন্য । সকলের রিপোর্ট পিজিভ আসে । ১৫ জুলাই হাসপাতালে মৃত্যু হয় জানকীদেবীর । ১৮ জুলাই মারা যান জিতেন্দ্রর বাবা । এরপর ২০ জুলাই মৃত্যু হয় জিতেন্দ্রর । একমাত্র করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠেন জিতেন্দ্রর স্ত্রী । তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।