দেশের সঙ্গে পাল্লা দিয়ে এ রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা । একের পর এক ট্রেনে-বাসে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন । আক্রান্তের সংখ্যার অধিকাংশই বাইরের রাজ্য থেকে আসা শ্রমিক । বিশেষ করে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, দিল্লি থেকে রাজ্যে ফেরা শ্রমিকদের দেহেই পাওয়া গিয়েছে করোনার জীবাণু ।
নতুন করে বহু জেলায় করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে । গ্রিন জোন গুলিও আর রেহাই পাচ্ছে না । পূর্ব বর্ধমানে আক্রান্ত ১৯ । নতুন করে করোনা আক্রান্ত ১৯ জন । আক্রান্তদের অধিকাংশ ভিনরাজ্য থেকে ফিরেছেন । পুরুলিয়া করোনা আক্রান্ত ৬ । এখানেও আক্রান্তরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক ।
advertisement
আক্রান্তরা প্রত্যেকেই পুরুলিয়া ২ নম্বর ব্লকের বাসিন্দা । দক্ষিণ দিনাজপুরে করোনা আক্রান্ত ৯ জন । মুর্শিদাবাদ কলেজে তাঁদের লালারস পরীক্ষা হয় । বীরভূমে আরও ২৭ জন আক্রান্তের খোঁজ মিলেছে । আক্রান্তরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক । আক্রান্তরা মুরারই, ময়ূরেশ্বরের বাসিন্দা । দেগঙ্গায় ফের ২৬ জন আক্রান্ত । আক্রান্ত ২৬ জনই পরিযায়ী শ্রমিক । ভিনরাজ্য থেকে ফিরেছিলেন তাঁরা । মুর্শিদাবাদে ফের করোনা আক্রান্ত ১১ জন । তাঁরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক । মুর্শিদাবাদ কোভিড হাসপাতালে ভর্তি সকলে ।