গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউ দেশের দৈনিকত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২,৭১৩ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৪০ হাজার ৭০২ জনের। তবে স্বস্তির খবর, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৬৫৫ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৩৩ জন। দেশে সুস্থতার হার ৯৩.১ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ২২ কোটি ৪১ লক্ষ ০৯ হাজার ৪৪৮ জনের।
advertisement
সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লক্ষ ৯১ হাজার ৪১৩ আর মৃত্যু হয়েছে ৯৭,৩৯৪ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫,২২৯ জন আর মৃত্যু হয়েছে ৬৪৩ জনের। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লক্ষ ৫৩ হাজার ৪৪৬ জন আর মৃত্যু হয়েছে ৩০,৫৩১ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৮,৩২৪ জন। কেরলে আক্রান্ত ২৫ লক্ষ ৮৪ হাজার ৮৫৩ জন। মৃত্যু হয়েছে ৯,৩৭৫ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৮,৮৫৩ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লক্ষ ৭২ হাজার ৭৫১ জন আর মৃত্যু হয়েছে ২৫,৬৬৫ জনের।
উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ১৬ লক্ষ ৯৫ হাজার ২১২ জন। মৃত্যু হয়েছে ২০,৮৯৫ জনের। অন্ধ্রপ্রদেশে সংক্রমিত হয়েছেন ১৭ লক্ষ ২৮ হাজার ৫৭৭ জন। সেখানে মৃত্যু হয়েছে ১১,২১৩ জনের। দিল্লিতে আক্রান্ত ১৪ লক্ষ ২৭ হাজার ৯২৬ জন। মৃত্যু হয়েছে ২৪,৪৪৭ জনের। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৩ হাজার ৫৩৫ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৯২১। ছত্তিশগড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯,৭৬,৭৬০ আর মৃত্যু হয়েছে ১৩,১৩৯ জনের।