স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৬৪৩ জন সুস্থ হয়েছে উঠেছে৷ বর্তমানে সক্রিয় করোনা আক্রন্তের সংখ্যা ১৮ লাখ ১ হাজার ৩১৬জন। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৭৭ হাজার ১৫০জনের মৃত্যু হয়েছে৷
advertisement
শনিবার মহারাষ্ট্রে সর্বাধিক সংখ্যায় করোনার ভাইরাস সংক্রমণের সংখ্যা মিলেছে৷ ৬৭,১২৩ জন নতুন করে করোনা আক্রান্ত। রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৩৭৭০৭০৭জন। অতিমারীর কারণে ৪১৯ জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯,৯৭০। শুক্রবার মহারাষ্ট্রে আক্রান্ত হন ৬৩৭২৯০জন। ৫৬৭৮৩জন রোগীকে সুস্থ হয়ে উঠেছেন৷ এই নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩০৬১১৭৪জন।
উত্তরপ্রদেশের করোনার অবস্থাও শোচনীয়। শনিবার ২৭৩৬০জন করোনা আক্রান্ত হয়েছেন৷ ১০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৪২৯জন সুস্থ হয়ে উঠেছেন৷ এখনও পর্যন্ত এখানে ৭.৯৩ লক্ষ মানুষ সংক্রামিত হয়েছেন। এর মধ্যে ৬.৩৩ লক্ষ সুস্থ হয়েছেন এবং ৯,৫৮৩ জন রোগী মারা গিয়েছেন।
রাজধানী দিল্লিতে করোনার আক্রান্তের সংখ্যা প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে। শনিবার, ২৪৩৭৫ জন করোনায় সংক্রামিত হয়েছেন, এবং ১৬৭ জন প্রাণ হারিয়েছেন। এই সময়ে, ১৫৪১৪ জন সুস্থ হয়ে উঠেছেন৷ এখন পর্যন্ত এখানে ৮.২৮ লক্ষ মানুষ সংক্রামিত হয়েছেন। এর মধ্যে ৭.৪৬লক্ষ সেরে উঠেছেন এবং ১১,৯৬০ জনের করোনায় মৃত্যু হয়েছে নয়াদিল্লিতে৷