KumbhMela in Corona: কুম্ভমেলা থেকে ফিরে ১৪দিনে হোম কোয়ারেন্টাইন করতেই হবে, দিল্লিবাসীর জন্য কড়া নির্দেশ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
রাজধানী দিল্লিতে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এই ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে৷
#নয়াদিল্লি: দিল্লি থেকে যে সব পূণ্যর্থীরা গিয়েছেন কুম্ভমেলা (Kumbh Mela) অংশ নিতে, তাঁদের ফিরে এসে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে (home quarantine) থাকতেই হবে৷ এমনই নির্দেশ দেওয়া হয়েছে৷ দিল্লি থেকে ৪ এপ্রিল হরিদ্বারের (Haridwar) কুম্ভে যাঁরা অংশ নিতে গিয়েছেন, তাঁদের নাম নথিভুক্ত করতে হবে৷ দিল্লি সরকারের ওয়েবসাইটে নাম সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যও তুলে ধরতে হবে৷ যদি কেউ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ এবং দিতে হবে মোটা টাকার জরিমানা৷ এমনই নির্দেশ দিল্লি বিপর্যয় মোকাবিলা বাহিনীর (Delhi Disaster Management Authority)৷
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে যে, দিল্লি নিবাসী যারা ৪টা এপ্রিল কুম্ভে গিয়েছেন এবং ৩০ এপ্রিলের মধ্যে ফিরে আসবেন, তাঁদের পরিচয় সহ যাত্রার বিস্তারিত তথ্য সরকারি ওয়েবসাইটে আপলোড করতে হবে৷ এটা বাধ্যতামূলক৷ সরকারি ওয়েবসাইটটি হল www.delhi.gov.in ৷
জানানো হয়েছে যে, যদি কেউ ২০২১-র কুম্ভে যাওয়ার তথ্য গোপন করে, তাহলে তাঁদের খোঁজ নিয়ে ১৪দিনের জন্য সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়ে দেবেন জেলা শাসক৷ এমনই লেখা রয়েছে নির্দেশিকায়৷
advertisement
advertisement
All Delhi residents, who visited Haridwar's Kumbh from 4th Apr till today or will be travelling today up till 30th Apr, are required to upload details (viz name, address in Delhi, contact no., ID proof, date of departure from Delhi & arrival here) on link at Delhi govt portal pic.twitter.com/vrzzfxK262
— ANI (@ANI) April 18, 2021
advertisement
রাজধানী দিল্লিতে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে (Corona in Delhi) এই ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ যাতে হরিদ্বারের কুম্ভ থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তাই এই নির্দেশ৷ কুম্ভমেলায় (coronavirus in Kumbh) উপস্থিত পুণ্যার্থীদের মধ্যে প্রায় ২হাজার জন করোনা সংক্রমিত বলে জানা গিয়েছে৷ এই সব করোনা আক্রান্তরা নিজেদের রাজ্যে ফেরার পর সেই সব রাজ্যে সংক্রমণ ছড়িয়ে পড়বে৷ আরও বাড়বে আক্রান্তের সংখ্যা (Kumbh Super spreader COVID19)৷ সেই আশঙ্কা থেকে এমন সিদ্ধান্ত নিচ্ছে দিল্লি সরকার৷ শনিবারের তথ্য অনুযায়ী দিল্লিতে ১ দিনে মোট ২৪০০০জন করোনা আক্রান্ত৷ যা খুবই ভয়াবহ৷
advertisement
দেশে জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ তার মধ্যে কুম্ভমেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম আরও ভয় বাড়িয়ে দিচ্ছে৷ কারণ এর থেকে দেশে আরও মারাত্মক চেহারা নিতে পারে করোনা৷ যতই মাস্ক পরা, নির্দিষ্ট দূরত্ব মানার কথা বলা হোক না কেন, সেসব কিছুই দেখা যায়নি কুম্ভ মেলায়৷ ফলে নিন্দার ঝড় উঠেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবেদন করেন কুম্ভ বন্ধ করার৷ এরপরই উদ্বেগজনক করোনা (Coronavirus in India)পরিস্থিতির কারণেই শনিবার মেলা অবিলম্বে বন্ধ করার কথা ঘোষণা করেন শ্রী পঞ্চ দশনম জুনা আখড়ার প্রধান স্বামী অভদেশানন্দ গিরি৷ তবে এখনও কয়েকটি আখড়া পরবর্তী শাহি স্নানগুলির পক্ষে রয়েছে৷ তার মধ্যে রয়েছে নির্মোহি, নির্ভানি এবং দিগম্বরের মতো কয়েকটি আখড়া৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনকে স্বাগত জানিয়েও বৈরাগী আখড়া জানিয়েছে, আগামী ২৭ এপ্রিল শাহি স্নান বন্ধ করবে না তারা৷ তবে ভক্তদের শারীরিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেছে তারা৷
Location :
First Published :
April 18, 2021 9:40 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
KumbhMela in Corona: কুম্ভমেলা থেকে ফিরে ১৪দিনে হোম কোয়ারেন্টাইন করতেই হবে, দিল্লিবাসীর জন্য কড়া নির্দেশ