COVID19 India:ভয়ঙ্কর করোনা পরিস্থিতি, কোন রাজ্য কী ব্যবস্থা নিচ্ছে? এক নজরে দেখে নিন

Last Updated:

বেশিরভাগ রাজ্যেই শুরু হয়েছে নাইট কার্ফু৷

বাড়ছে করোনা (corona rising)৷ হুহু করে বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা (COVID19)৷ ফলে প্রতিরোধে একের পর এক রাজ্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে৷ বেশিরভাগ রাজ্যেই শুরু হয়েছে নাইট কার্ফু৷ এক নজরে দেখে নিন কোথায় কী পরিস্থিতি৷
চণ্ডীগড়ে-সপ্তাহন্তে লকডাউনের (Weekend Lockdown Chandigarh) ঘোষণা করা হয়েছে৷ শুক্রবার রাত ১০ থেকে সোমবার সকাল ৫টা পর্যন্ত চলবে এই ব্যবস্থা৷ জরুরি পরিষেবায় ছাড় রয়েছে৷ যদি কাউকে বাইয়ে যেতে হয়, তাহলে COVA পঞ্জাব অ্যাপে সেই পরিকল্পনা জানাতে হবে৷
উত্তরপ্রদেশ-রবিবার সবকিছু বন্ধ থাকবে (Uttar Pradesh Sunday Close)৷ শুধু স্যানিটাইজেশনের (Sanitization)কাজ হবে৷ মাস্ক না পরলে ১ হাজার টাকা জরিমানা করা হবে৷ একবারের বেশি এই দুঃসাহস দেখালে তাকে ১০হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে৷ মহারাষ্ট্র, কেরল থেকে উত্তরপ্রদশে এলে ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে আসতে হবে৷
advertisement
advertisement
মহারাষ্ট্র-১৫দিনের কার্ফু জারি (15 days curfew Maharashtra) হয়েছে৷ কোনও জমায়েত, ভিড় করা যাবে না৷ ১৪৪ ধারা জারি হয়েছে৷ স্বাস্থ্য সহ যে কোনও জরুরি পরিষেবায় ছাড় থাকছে৷ নির্মানকাজেও চলবে৷
দিল্লি- জিম, মল, স্পা, হল সব বন্ধ করা (Delhi Corona)হয়েছে৷ সপ্তাহান্তে কার্ফু জারি হয়েছে৷ যদিও সংবাদমাধ্যম কর্মীদের ছাড় দেওয়া হয়েছে৷ যাঁরা ভ্যাকসিন (Corona Vaccine)নিতে যাবেন, তাদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে৷ বিয়ে বা শ্রাদ্ধে ৫০ ও ২০জন পর্যন্ত ডাকার অনুমতি মিলেছে৷ একটি বসতি এলাকায় একটাই বাজার খোলা হবে৷ যানবাহন চলবে, তবে সেটা নির্দিষ্ট এলাকার মধ্যে৷
advertisement
মধ্যপ্রদেশ-কোনও লকডাউন নয়, (corona curfew Madhya Pradesh)করোনা কার্ফু জারি হয়েছে৷ করোনা সংক্রমণ রুখতে এই ব্যবস্থা করা হয়েছে৷ মহারাষ্ট্র থেকে ইন্দোর বা ভোপালে আসা ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষা করা RT-PCR নেগেটিভ রিপোর্ট আনতে হবে৷
কর্নাটক-বেঙ্গালুরু (Bengaluru corona)সহ সাতটি জেলায় নাইট কার্ফু জারি করা হয়েছে৷ রাত ১০ থেকে সকাল ৫ টা পর্যন্ত বেঙ্গালুরু, মহীশুর, ম্যাঙ্গালুরু, কালাবুর্গি, বিদার, টুমকুরু, উডুপি, মণিপালে কার্ফু চলবে৷ চণ্ডীগড়, কেরল, পঞ্জাব, মহারাষ্ট্র থেকে আগত ব্যক্তিদের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট আনতে হবে৷
advertisement
পঞ্জাব-৩০ এপ্রিল পর্যন্ত রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত নাইট কার্ফু বজায় (Night Curfew Punjab) থাকবে৷ সব জনসমাগম ও ভিড় বাতিলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷ স্কুলও বন্ধ থাকবে৷
রাজস্থান-১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত কার্ফু (Rajasthan Coronavirus curfew) চলবে৷ কোনও ভিড় করা যাবে না৷ বিয়েবাড়ি বা শ্রাদ্ধ বাড়িতে হাতে গোনা মানুষ আসতে পারবেন৷ যে সব এলাকায় নির্বাচন রয়েছে সেই জায়গাগুলিকে শুধু ছাড় দেওয়া হয়েছে৷ ৫০ শতাংশ সিটের ব্যবস্থায় যানবাহন চলতে পারবে৷
advertisement
উত্তরাখণ্ড-কুম্ভমেলার (KumbhMela in Uttarakhand in coronavirus) জেরে থিকথিক করছে পুণ্যার্থীর সংখ্যা৷ রাত ১০.৩০ থেকে কার্ফু জারি থাকবে সকাল ৫টা পর্যন্ত৷ যানবাহনে শুধুমাত্র ৫০ শতাংশ জায়গা ব্যবহার করা যাবে৷ জিমেও ৫০ শতাংশ খালি থাকতে হবে৷ কোচিং সেন্টার, সুইমিং পুল, স্পা বন্ধ থাকবে৷ কোনও ধর্মীয় অনুষ্ঠানে ২০০জন জমায়েতের অনুমতি মিলেছে৷
হরিয়ানা-নাইট কার্ফু থাকছে (Haryana night curfew)৷ ৩০ এপ্রিল পর্যন্ত স্কুল, কলেজ, কোচিং সেন্টার, পাঠাগার, যে কোনও ট্রেনিং ইনস্টিটিউট বন্ধ থাকবে৷
advertisement
গুজারাত-রাত ৮টা থেকে ৬ পর্যন্ত ২০টি শহরে নাইট কার্ফু থাকবে (Gujarat Night Curfew)৷ সুরাতে আসতে হলে SMC Covid-19 Tracker অ্যাপে সম্পূর্ণ তথ্য দিতে হবে৷
ওডিশা-১০টি জেলায় নাইট কার্ফু জারি করা হয়েছে (Orissa Curfew)৷
কেরল-রাত ৯টা মধ্যে সব দোকানপাঠ বন্ধ করতে হবে (Kerela coronavirus)৷ ৩০ এপ্রিল পর্যন্ত এমন চলবে৷ কোথাও যাতায়াতের জন্য ই-পাস নিতে হবে৷
advertisement
জম্মু ও কাশ্মীর-৮টি জেলায় শুরু হয়েছে নাইট কার্ফ (Jammu and Kashmir COVID19)৷
ছত্তিশগড়-১৯ এপ্রিল পর্যন্ত সুকমা ও দুর্গে লকডাউন চলবে (Chattisgarh COVID19 Lockdown)৷ যদিও জরুরি পরিষেবা পেতে কোনও সমস্যা হবে না৷ ব্যাঙ্ক-পোস্টঅফিস খোলা থাকবে সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত৷ দোকান খোলা থাকবে সকাল ৭টা থেকে দুপুর ১২ পর্যন্ত৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID19 India:ভয়ঙ্কর করোনা পরিস্থিতি, কোন রাজ্য কী ব্যবস্থা নিচ্ছে? এক নজরে দেখে নিন
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement