COVID19 India:ভয়ঙ্কর করোনা পরিস্থিতি, কোন রাজ্য কী ব্যবস্থা নিচ্ছে? এক নজরে দেখে নিন

Last Updated:

বেশিরভাগ রাজ্যেই শুরু হয়েছে নাইট কার্ফু৷

বাড়ছে করোনা (corona rising)৷ হুহু করে বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা (COVID19)৷ ফলে প্রতিরোধে একের পর এক রাজ্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে৷ বেশিরভাগ রাজ্যেই শুরু হয়েছে নাইট কার্ফু৷ এক নজরে দেখে নিন কোথায় কী পরিস্থিতি৷
চণ্ডীগড়ে-সপ্তাহন্তে লকডাউনের (Weekend Lockdown Chandigarh) ঘোষণা করা হয়েছে৷ শুক্রবার রাত ১০ থেকে সোমবার সকাল ৫টা পর্যন্ত চলবে এই ব্যবস্থা৷ জরুরি পরিষেবায় ছাড় রয়েছে৷ যদি কাউকে বাইয়ে যেতে হয়, তাহলে COVA পঞ্জাব অ্যাপে সেই পরিকল্পনা জানাতে হবে৷
উত্তরপ্রদেশ-রবিবার সবকিছু বন্ধ থাকবে (Uttar Pradesh Sunday Close)৷ শুধু স্যানিটাইজেশনের (Sanitization)কাজ হবে৷ মাস্ক না পরলে ১ হাজার টাকা জরিমানা করা হবে৷ একবারের বেশি এই দুঃসাহস দেখালে তাকে ১০হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে৷ মহারাষ্ট্র, কেরল থেকে উত্তরপ্রদশে এলে ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে আসতে হবে৷
advertisement
advertisement
মহারাষ্ট্র-১৫দিনের কার্ফু জারি (15 days curfew Maharashtra) হয়েছে৷ কোনও জমায়েত, ভিড় করা যাবে না৷ ১৪৪ ধারা জারি হয়েছে৷ স্বাস্থ্য সহ যে কোনও জরুরি পরিষেবায় ছাড় থাকছে৷ নির্মানকাজেও চলবে৷
দিল্লি- জিম, মল, স্পা, হল সব বন্ধ করা (Delhi Corona)হয়েছে৷ সপ্তাহান্তে কার্ফু জারি হয়েছে৷ যদিও সংবাদমাধ্যম কর্মীদের ছাড় দেওয়া হয়েছে৷ যাঁরা ভ্যাকসিন (Corona Vaccine)নিতে যাবেন, তাদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে৷ বিয়ে বা শ্রাদ্ধে ৫০ ও ২০জন পর্যন্ত ডাকার অনুমতি মিলেছে৷ একটি বসতি এলাকায় একটাই বাজার খোলা হবে৷ যানবাহন চলবে, তবে সেটা নির্দিষ্ট এলাকার মধ্যে৷
advertisement
মধ্যপ্রদেশ-কোনও লকডাউন নয়, (corona curfew Madhya Pradesh)করোনা কার্ফু জারি হয়েছে৷ করোনা সংক্রমণ রুখতে এই ব্যবস্থা করা হয়েছে৷ মহারাষ্ট্র থেকে ইন্দোর বা ভোপালে আসা ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষা করা RT-PCR নেগেটিভ রিপোর্ট আনতে হবে৷
কর্নাটক-বেঙ্গালুরু (Bengaluru corona)সহ সাতটি জেলায় নাইট কার্ফু জারি করা হয়েছে৷ রাত ১০ থেকে সকাল ৫ টা পর্যন্ত বেঙ্গালুরু, মহীশুর, ম্যাঙ্গালুরু, কালাবুর্গি, বিদার, টুমকুরু, উডুপি, মণিপালে কার্ফু চলবে৷ চণ্ডীগড়, কেরল, পঞ্জাব, মহারাষ্ট্র থেকে আগত ব্যক্তিদের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট আনতে হবে৷
advertisement
পঞ্জাব-৩০ এপ্রিল পর্যন্ত রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত নাইট কার্ফু বজায় (Night Curfew Punjab) থাকবে৷ সব জনসমাগম ও ভিড় বাতিলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷ স্কুলও বন্ধ থাকবে৷
রাজস্থান-১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত কার্ফু (Rajasthan Coronavirus curfew) চলবে৷ কোনও ভিড় করা যাবে না৷ বিয়েবাড়ি বা শ্রাদ্ধ বাড়িতে হাতে গোনা মানুষ আসতে পারবেন৷ যে সব এলাকায় নির্বাচন রয়েছে সেই জায়গাগুলিকে শুধু ছাড় দেওয়া হয়েছে৷ ৫০ শতাংশ সিটের ব্যবস্থায় যানবাহন চলতে পারবে৷
advertisement
উত্তরাখণ্ড-কুম্ভমেলার (KumbhMela in Uttarakhand in coronavirus) জেরে থিকথিক করছে পুণ্যার্থীর সংখ্যা৷ রাত ১০.৩০ থেকে কার্ফু জারি থাকবে সকাল ৫টা পর্যন্ত৷ যানবাহনে শুধুমাত্র ৫০ শতাংশ জায়গা ব্যবহার করা যাবে৷ জিমেও ৫০ শতাংশ খালি থাকতে হবে৷ কোচিং সেন্টার, সুইমিং পুল, স্পা বন্ধ থাকবে৷ কোনও ধর্মীয় অনুষ্ঠানে ২০০জন জমায়েতের অনুমতি মিলেছে৷
হরিয়ানা-নাইট কার্ফু থাকছে (Haryana night curfew)৷ ৩০ এপ্রিল পর্যন্ত স্কুল, কলেজ, কোচিং সেন্টার, পাঠাগার, যে কোনও ট্রেনিং ইনস্টিটিউট বন্ধ থাকবে৷
advertisement
গুজারাত-রাত ৮টা থেকে ৬ পর্যন্ত ২০টি শহরে নাইট কার্ফু থাকবে (Gujarat Night Curfew)৷ সুরাতে আসতে হলে SMC Covid-19 Tracker অ্যাপে সম্পূর্ণ তথ্য দিতে হবে৷
ওডিশা-১০টি জেলায় নাইট কার্ফু জারি করা হয়েছে (Orissa Curfew)৷
কেরল-রাত ৯টা মধ্যে সব দোকানপাঠ বন্ধ করতে হবে (Kerela coronavirus)৷ ৩০ এপ্রিল পর্যন্ত এমন চলবে৷ কোথাও যাতায়াতের জন্য ই-পাস নিতে হবে৷
advertisement
জম্মু ও কাশ্মীর-৮টি জেলায় শুরু হয়েছে নাইট কার্ফ (Jammu and Kashmir COVID19)৷
ছত্তিশগড়-১৯ এপ্রিল পর্যন্ত সুকমা ও দুর্গে লকডাউন চলবে (Chattisgarh COVID19 Lockdown)৷ যদিও জরুরি পরিষেবা পেতে কোনও সমস্যা হবে না৷ ব্যাঙ্ক-পোস্টঅফিস খোলা থাকবে সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত৷ দোকান খোলা থাকবে সকাল ৭টা থেকে দুপুর ১২ পর্যন্ত৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID19 India:ভয়ঙ্কর করোনা পরিস্থিতি, কোন রাজ্য কী ব্যবস্থা নিচ্ছে? এক নজরে দেখে নিন
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement