TRENDING:

COVID19| বাংলায় মোট করোনা আক্রান্তের ৮০ শতাংশই তিন জেলায়, মৃত বেড়ে ৩৩

Last Updated:

রাজ্যে মোট ৪৪৪টি কন্টেনমেন্টজোন রয়েছে৷ কলকাতায় ২৬৪টি কন্টেনমেন্ট জোন, হাওড়ায় ৭২টি, উত্তর ২৪ পরগনায় ৭০টি কন্টেমেন্ট জোন রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে৷ পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত বেড়ে ৩৩৷ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা৷ করোনায় মৃত্যুতে অডি কমিটির রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে৷ ৭২ জনের সংক্রমণ থাকলেও কো-মরবিডিটিতে মৃত্যু হয়েছে৷ বর্তমানে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২৷ সুস্থ হয়ে গিয়েছেন ১৩৯ জন৷
advertisement

advertisement

মুখ্যসচিব জানান, করোনা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন আরও ১৫ জন৷ তবে রাজ্যের ৪টি জেলা নিয়ে বিশেষ সংশয়৷ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি-- গোটা রাজ্যের করোনা আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি এই ৪ জেলায়৷ এই ৪ জেলায় নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ রাজ্যে যত করোনা আক্রান্ত রয়েছেন, তার ৮০ শতাংশই কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায়৷

advertisement

রাজ্যে মোট ৪৪৪টি কন্টেনমেন্টজোন রয়েছে৷ কলকাতায় ২৬৪টি কন্টেনমেন্ট জোন, হাওড়ায় ৭২টি, উত্তর ২৪ পরগনায় ৭০টি কন্টেমেন্ট জোন রয়েছে৷ মুখ্য সচিব জানান, টেস্টের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে রাজ্য সরকার৷ বর্তমানে ১৩টি ল্যাবে টেস্ট হচ্ছে৷ ৬৭টি করোনা হাসপাতাল রয়েছে৷ রাজ্যে করোনা মুক্ত ৮টি জেলা৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID19| বাংলায় মোট করোনা আক্রান্তের ৮০ শতাংশই তিন জেলায়, মৃত বেড়ে ৩৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল