বৃহস্পতিবার সেই পদক্ষেপের অংশ হিসাবেই বলা হয়েছে, বিহারের বিধানসভা নির্বাচনে ৬৫ বছরের বেশি বয়সের মানুষেরা ও করোনা আক্রান্তরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। বুধবার বিহারের রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখেই রাজ্যের নির্বাচন কমিশন জানিয়েছে প্রতিটি বুথে ১০০০ ভোটারের বেশিজন আসতে পারবেন না। সেই সঙ্গে পোলিং বুথের পরিমাণও বৃদ্ধি করা হবে।
advertisement
সেই নিয়েই বৃহস্পতিবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে নির্বাচন সংগঠিত করার সংশোধনী প্রস্তাব, ২০২০ নামে একটি নির্দেশিকা জারি করে বলা হয়, ৬৫ বছরের বেশি বয়সের মানুষেরা ও করোনা আক্রান্তরা যাঁরা হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন, তাঁরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
বিহারে অক্টোবর–নভেম্বর মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
Location :
First Published :
July 02, 2020 5:41 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বিহার নির্বাচনে ৬৫ বছরের বেশি বয়সের ভোটাররা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটে