TRENDING:

বিহার নির্বাচনে ৬৫ বছরের বেশি বয়সের ভোটাররা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটে

Last Updated:

৬৫ বছরের বেশি বয়সের মানুষেরা ও করোনা আক্রান্তরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌পটনা:‌ করোনা আতঙ্কের মধ্যেই বেজে উঠেছে নির্বাচনের দামামা। সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। কিন্তু সংক্রমণের ঝুঁকি ঘাড়ে নিয়ে নির্বাচনের মতো এমন এলাহি কাণ্ড আয়োজন করাও যে মুশকিল!‌ তাই একটু একটু করে সমাধানের রাস্তা খুঁজছে নির্বাচন কমিশন।
advertisement

বৃহস্পতিবার সেই পদক্ষেপের অংশ হিসাবেই বলা হয়েছে, বিহারের বিধানসভা নির্বাচনে ৬৫ বছরের বেশি বয়সের মানুষেরা ও করোনা আক্রান্তরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। বুধবার বিহারের রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়।

করোনা ভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখেই রাজ্যের নির্বাচন কমিশন জানিয়েছে প্রতিটি বুথে ১০০০ ভোটারের বেশিজন আসতে পারবেন না। সেই সঙ্গে পোলিং বুথের পরিমাণও বৃদ্ধি করা হবে।

advertisement

সেই নিয়েই বৃহস্পতিবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে নির্বাচন সংগঠিত করার সংশোধনী প্রস্তাব, ২০২০ নামে একটি নির্দেশিকা জারি করে বলা হয়, ৬৫ বছরের বেশি বয়সের মানুষেরা ও করোনা আক্রান্তরা যাঁরা হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন, তাঁরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

বিহারে অক্টোবর–নভেম্বর মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বিহার নির্বাচনে ৬৫ বছরের বেশি বয়সের ভোটাররা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল