কেউ কাজ করেন গড়বেতার হিমঘরে, কেউ হাওড়ার ছোট কারখানায়। কেউ ঝাড়খণ্ড থেকে এসেছিলেন, কেউ এসেছিলেন বিহার থেকে। লকডাউনের পর ঘরে ফেরার আপ্রাণ চেষ্টা। প্রায় আড়াইশো কিলোমিটার পথ পেরিয়েছেন। পুরুলিয়ার আদ্রার কাছে এসে ওঁদের আটকে দিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। রেললাইন ধরেই হেঁটে বাঁকুড়ার দিকে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর বাঁকুড়ার সীমানাতে আটকে রয়েছেন ওঁরা। না রয়েছে সামান্য আশ্রয়, না খাবার।
advertisement
অভিযোগ, সাহায্য মেলেনি স্থানীয়দের থেকেও। এমনকী বহু সময় ওঁদের তাড়া দিয়ে সরিয়ে দেওয়ারও চেষ্টা চলেছে। এই পরিস্থিতিতে কখনও জঙ্গলে, কখনও রেলব্রিজের নীচে আশ্রয় নিয়েছেন শ্রমিকরা। এখন ওঁরা চান, হয় ওঁদের ঘরে ফিরিয়ে দেওয়া হোক, নাহলে সামান্য আশ্রয়ের ব্যবস্থা করা হোক। ন্যূনতম খাবারটুকু যাতে পান, সেদিকেও নজর দেওয়া হোক।
Location :
First Published :
April 07, 2020 3:53 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কখনও জঙ্গলে কখনও রেলব্রিজের নীচে মাথা গুঁজে লকডাউন কাটাচ্ছেন ভিনরাজ্যের অভুক্ত শ্রমিকরা