সংস্থার সিইও রণজয় দত্ত কর্মীদের জানিয়েছেন, গত মাসে উচ্চপদস্থদের এপ্রিলের বেতন ছাঁটার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা, তা ফিরিয়ে নেওয়া হচ্ছে। কারণ, সেটি সরকারের ইচ্ছের বিরুদ্ধে যাচ্ছে। করোনার জেরে সংস্থাগুলিকে কর্মী বা তাঁদের বেতন ছাঁটাই করতে মানা করছে সরকার। রণজয় ইন্ডিগো কর্মীদের ই-মেল করে জানিয়েছেন, ‘‘কেন্দ্র চায় না বেতন কমানো হোক, তাই সিদ্ধান্ত ফেরানো হল। এগ্জ়িকিউটিভ কমিটির সদস্য ও সিনিয়র ভাইস প্রেসিডেন্টরা স্বেচ্ছায় কম বেতন নিচ্ছেন। তবে বাকিরা এপ্রিলের পুুরো বেতন পাওয়ার আশা করতে পারেন।’’
advertisement
Location :
First Published :
Apr 25, 2020 9:34 AM IST
