TRENDING:

বেতন ছাঁটাই নয়, কর্মীদের জন্য দারুণ সুখবর দিল ইন্ডিগো

Last Updated:

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত কোনও কর্মীরই বেতনে কাটছাঁট করা হচ্ছে না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনার জেরে গোটা বিশ্বজুড়েই ধস নেমেছে বিমান শিল্পে ৷ বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়তে হয়েছে প্রায় সব এয়ারলাইন্সগুলিকেই ৷ ভারতেও দীর্ঘদিনের লকডাউনে কোটি কোটি টাকা লোকসান গুনতে হয়েছে সব বিমানসংস্থাগুলিকেই ৷ এরই মধ্যে বিভিন্ন লো কস্ট বিমানসংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছিল, এই সঙ্কটে কর্মী ছাঁটাই না করা হলেও বেতনে ছাঁটাই করা হবে ৷ তবে কর্মীদের জন্য আপাতত ভাল খবরই দিয়েছে দেশের সবচেয়ে বড় লো কস্ট বিমানসংস্থা ইন্ডিগো ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত কোনও কর্মীরই বেতনে কাটছাঁট করা হচ্ছে না ৷
advertisement

সংস্থার সিইও রণজয় দত্ত কর্মীদের জানিয়েছেন, গত মাসে উচ্চপদস্থদের এপ্রিলের বেতন ছাঁটার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা, তা ফিরিয়ে নেওয়া হচ্ছে। কারণ, সেটি সরকারের ইচ্ছের বিরুদ্ধে যাচ্ছে। করোনার জেরে সংস্থাগুলিকে কর্মী বা তাঁদের বেতন ছাঁটাই করতে মানা করছে সরকার। রণজয় ইন্ডিগো কর্মীদের ই-মেল করে জানিয়েছেন, ‘‘কেন্দ্র চায় না বেতন কমানো হোক, তাই সিদ্ধান্ত ফেরানো হল। এগ্‌জ়িকিউটিভ কমিটির সদস্য ও সিনিয়র ভাইস প্রেসিডেন্টরা স্বেচ্ছায় কম বেতন নিচ্ছেন। তবে বাকিরা এপ্রিলের পুুরো বেতন পাওয়ার আশা করতে পারেন।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বেতন ছাঁটাই নয়, কর্মীদের জন্য দারুণ সুখবর দিল ইন্ডিগো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল