তাদের ট্যুইটের উত্তরে রাওলিং সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাচ্চাদের জন্য তাঁর লেখা নতুন বই ‘দ্য ইকাবোগ’ কেনার জন্য৷ এর আগে অনলাইনে বিনামূল্যে পড়ার জন্য বইটি তাঁর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল৷ ২০২০ সাল থেকে দীর্ঘ লকডাউনে পৃথিবীর বিভিন্ন দেশে ঘরবন্দি শিশুদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেন জনপ্রিয় সাহিত্যিক ৷ বইটির নেট-রয়্যালটির বড় অংশ তিনি ব্যয় করেছেন কোভিডত্রাণে ৷
advertisement
সংস্থা ও রাওলিং-এর ট্যুইট
বইটির প্রকাশ উপলক্ষে অনলাইনে একটি ছবি আঁকার প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল ৷ রাওলিং জানান, সে সময় ভারত থেকে অনেক বাচ্চা অংশ নিয়েছিল৷ তিনিও ভারতকে ভোলেননি ৷ তাঁর সংস্থা কয়েক লক্ষ টাকা দান করেছে ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের আয়োজনে ভারতে অক্সিজেন পাঠানোর উদ্যোগে ৷
দেশকালের সীমানা পেরিয়ে সারা পৃথিবী শিশুকিশোর পাঠকদের কাছে প্রিয় এই লেখিকার জাদুকলমের পরবর্তী বইয়ের নাম ‘দ্য ক্রিসমাস পিগ’৷ বইটি প্রকাশিত হবে এ বছরের অক্টোবরে ৷