TRENDING:

কোভিডধ্বস্ত ভারতকে কয়েক লক্ষ টাকা দান করলেন হ্যারি পটার স্রষ্টা

Last Updated:

তাদের কাছে লেখিকার অর্থসাহায্য এসে পৌঁছেছে তাঁর সেবা সংস্থার মাধ্যমে ৷ তাঁর কাছ থেকে সাহায্য প্রাপ্তির সংবাদ টুইটারে শেয়ার করেছে ওই সংস্থা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন : ভারতের কোভিডত্রাণে এ বার এগিয়ে এলেন জে কে রাওলিং ৷ জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় কয়েক লক্ষ টাকা হ্যারি পটারের স্রষ্টা দান করেছেন লন্ডনের একটি খালসা সংস্থায় ৷ ভারতে কোভিডবিপর্যয়ে ওই অর্থ ব্যয় করা হবে ৷ অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে ইতিমধ্যেই চিকিৎসা পরিষেবা সরবরাহ-সহ বহু ক্ষেত্রে সক্রিয় ভাবে কাজ করছে ওই সংস্থা ৷ তাদের কাছে লেখিকার অর্থসাহায্য এসে পৌঁছেছে তাঁর সেবা সংস্থার মাধ্যমে ৷ তাঁর কাছ থেকে সাহায্য প্রাপ্তির সংবাদ টুইটারে শেয়ার করেছে ওই সংস্থা ৷
advertisement

তাদের ট্যুইটের উত্তরে রাওলিং সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাচ্চাদের জন্য তাঁর লেখা নতুন বই ‘দ্য ইকাবোগ’ কেনার জন্য৷ এর আগে অনলাইনে বিনামূল্যে পড়ার জন্য বইটি তাঁর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল৷ ২০২০ সাল থেকে দীর্ঘ লকডাউনে পৃথিবীর বিভিন্ন দেশে ঘরবন্দি শিশুদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেন জনপ্রিয় সাহিত্যিক ৷ বইটির নেট-রয়্যালটির বড় অংশ তিনি ব্যয় করেছেন কোভিডত্রাণে ৷

advertisement

সংস্থা ও রাওলিং-এর ট্যুইট

বইটির প্রকাশ উপলক্ষে অনলাইনে একটি ছবি আঁকার প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল ৷ রাওলিং জানান, সে সময় ভারত থেকে অনেক বাচ্চা অংশ নিয়েছিল৷ তিনিও ভারতকে ভোলেননি ৷ তাঁর সংস্থা কয়েক লক্ষ টাকা দান করেছে ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের আয়োজনে ভারতে অক্সিজেন পাঠানোর উদ্যোগে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেশকালের সীমানা পেরিয়ে সারা পৃথিবী শিশুকিশোর পাঠকদের কাছে প্রিয় এই লেখিকার জাদুকলমের পরবর্তী বইয়ের নাম ‘দ্য ক্রিসমাস পিগ’৷ বইটি প্রকাশিত হবে এ বছরের অক্টোবরে ৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কোভিডধ্বস্ত ভারতকে কয়েক লক্ষ টাকা দান করলেন হ্যারি পটার স্রষ্টা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল