যেমন নুসরত করছেন নতুন নতুন রান্না৷ তিনি রাঁধতে ভীষণ ভালবাসেন৷ মাঝেমাঝে রান্নাও করেন৷ কিন্তু সময়ের অভাবে তা সবসময় হয়ে ওঠে না৷ এখন তো অফুরন্ত অবসর৷ সেই সময়টা তিনি ব্যবহার করছেন রান্না করেই৷ স্বামী এবং পরিবারের জন্য তিনি সানন্দে রাঁধছেন৷ নতুন বউয়ের রান্না খেয়ে সকলেই খুশি৷ তবে রান্না করার সঙ্গে সঙ্গে নুসরত সকলকে দিচ্ছেন সচেতনতার পাঠ৷ অভিনেত্রী ও সাংসদ হিসেবে তার ওপর যে রয়েছে অনেক বড় দায়িত্ব! দেখুন ভিডিও৷
advertisement
Location :
First Published :
March 23, 2020 11:25 PM IST