নতুন স্ট্রেনে আক্রান্তদের মধ্যে ৫ জন ব্রিটেনের করোনা প্রজাতিতে সংক্রমিত হয়েছেন আর একজন দক্ষিণ আফ্রিকার। এই ছ'জনের মধ্যে ২ জন কলকাতার বাসিন্দা। বাকিরা দক্ষিণ ২৪ পরগনা, রানাঘাট, নদিয়া ও মালদহের বাসিন্দা। আক্রান্ত ওই ছয়জন গত কয়েকদিনে কাদের সঙ্গে মিশেছেন তাও খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে কোয়ারেন্টাইনে থাকারও পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন করে বিদেশি স্ট্রেনের সংক্রমণের খবরে উদ্বেগ বেড়েছে চিকিৎসকমহলে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। ভোটের আবহে যেহেতু সামাজিক মিটিং মিছিল সমাবেশ চলতে থাকায় উদ্বেগ বেড়েছে আরও কয়েকগুন। চিকিৎসকদের মতে প্রয়োজনে নির্বাচনী প্রার্থীদেরও করোনা ভাইরাসের সতর্কবার্তা প্রচার করা উচিত বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।
advertisement
এ বিষয়ে স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তা জানান, "যাঁদের এই নতুন স্ট্রেনের সঙ্গে শনাক্ত করা হয়েছে তাঁরা প্রত্যেকেই সম্প্রতি আন্তর্জাতিক সফর করেছেন। সকলেই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কলকাতায় এসেছেন। তখনই সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছিল। জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফলগুলি রবিবার আমাদের হাতে আসে। রোগীদের মধ্যে চারজনকে কলকাতার একটি সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
প্রসঙ্গত, করোন ভাইরাসগুলির তিনটি প্রজাতিই ভারতে পাওয়া গিয়েছে। এই অবস্থায় নতুন করে বিদেশি প্রজাতির সংক্রমণ দ্বিতীয় ওয়েভের আশঙ্কা বাড়িয়ে তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।