TRENDING:

Corona Vaccine in West Bengal: রাজ্যে আসা ভ্যাকসিন বেশি যাবে বস্তি অঞ্চল ও গ্রামে, স্বাস্থ্য দফতরকে নির্দেশ রাজ্যের

Last Updated:

তৃতীয় ঢেউয়ের (Coronavirus Third Wave) আগে রাজ্যে প্রত্যেকের টিকাকরণ (Vaccination) চান মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের জন্য পর্যাপ্ত টিকার( Coronavirus Vaccine in Bengal) আর্জি করেছিলেন মুখ্যমন্ত্রী৷ সেই মতোই প্রায় ১১ লাখ টিকা এসে পৌঁছয় বাংলায়৷ বুধবার রাতে ৯ লক্ষ ৫৪ হাজার কোভিশিল্ড (Covishield) টিকা এবং বৃহস্পতিবার সকালে আরও ১ লক্ষ ৬১ হাজার কোভ্যাক্সিন (Covaxin) এসেছে পশ্চিমবঙ্গে৷
advertisement

রাজ্যে আপাতত যে ভ্যাকসিন গুলো আসছে সেই ভ্যাকসিন গুলো বস্তি অঞ্চল এবং গ্রাম অঞ্চলে বেশি করে দিতে হবে (Vaccine in slums and village, West Bengal)। সেই ভাবেই ভ্যাকসিনগুলি বিতরণ করতে হবে। স্বাস্থ্য দফতরকে এমনটাই নির্দেশ দিল রাজ্য। মূলত ইতিমধ্যেই আজকে রাজ্যে ন’লক্ষ ভ্যাকসিন ঢুকেছে। আরও ১২ লক্ষ ভ্যাকসিন আসার কথা কয়েক দিনের মধ্যে। বিভিন্ন গ্রামে এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভ্যাকসিন পাওয়ার জন্য দীর্ঘ লাইন পড়ছে। ভ্যাকসিন না থাকার ফলে এই সমস্যা তৈরি হয়৷ সেই সমস্যা সমাধানে স্বাস্থ্য দফতরকে এমন নির্দেশ দেওয়া হয়েছে৷ এমনই সূত্রের খবর৷

advertisement

এরই পাশাপাশি রাজ্যে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের (Third Wave) বাড়বাড়ন্ত রুখতে ততপর প্রশাসন৷ একদিকে টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে, অন্যদিকে মাস্ক ও শারীরিক দূরত্বের ব্যাপারে সাবধান করছে পুলিশ৷ কারণ করোনা কিছুটা নিয়ন্ত্রণে এলেও ঢিলেঢালা মনোভাবে মাত্রা ছাড়াতে পারে সংক্রমণ৷ সতর্ক করা হচ্ছে এভাবেই৷

এর আগে রাজ্যে পর্যাপ্ত টিকা আসছে না বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠছিল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন৷ তৃতীয় ঢেউয়ের আগে রাজ্যে প্রত্যেকের টিকাকরণ চান তিনি৷ সেই মর্মে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই কথা উল্লেখ করেন৷ সেই মতো কেন্দ্রের তরফে এসে পৌঁছয় টিকা৷ যার জেরে বাংলার টিকাকরণ হবে দ্রুততার সঙ্গে, এমনই মনে করছেন সংশ্লিষ্ট মহল৷

advertisement

একই ভাবে রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত যে বিধি-নিষেধ জারি ছিল, তার মেয়াদ বাড়ানো হয়েছে ১৫ অগাস্ট পর্যন্ত৷ এই নতুন পর্যায়ে তেমন কোনও পরিবর্তন হচ্ছে না নিয়মে। লোকাল ট্রেন চালু করার বিষয়ে এখনও জানায়নি রাজ্য। শুধু সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন করে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী রুদ্ধদ্বার অনুষ্ঠানে পঞ্চাশ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

Somraj Bandopadhyay 

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Corona Vaccine in West Bengal: রাজ্যে আসা ভ্যাকসিন বেশি যাবে বস্তি অঞ্চল ও গ্রামে, স্বাস্থ্য দফতরকে নির্দেশ রাজ্যের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল