TRENDING:

শহরবাসীর জন্য স্বস্তির খবর ! কলকাতায় কমল কন্টেইনমেন্ট জোন

Last Updated:

কলকাতায় এই মুহূর্তে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ১৭টি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শহরবাসীর জন্য স্বস্তির খবর ৷ কলকাতায় কমল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৷ রবিবার পুরসভা থেকে যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমে এখন দাঁড়িয়েছে ১৭ ৷ ৩ ও ৮ নম্বর বরোয় সবচেয়ে বেশি সংক্রমণ করোনার ৷ সামগ্রিকভাবে শহরের মোট ৪টি এলাকা নয়া কন্টেইনমেন্ট জোনের তালিকা থেকে বাদ পড়ছে। অন্যদিকে, নতুন করে একটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। চেতলা ও বেলেঘাটার ২টি বস্তি এবং ৫টি কমপ্লেক্সকে কন্টেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে ৷ কলকাতায় এই মুহূর্তে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ১৭ ৷ গত দু'মাসের মধ্যে যা সর্বনিম্ন। এর আগে এই সংখ্যাটা ছিল ২০ ৷
advertisement

শহরের মধ্যে পাটুলির করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। চার সপ্তাহ আগে পাটুলি এলাকায় কন্টেইনমেন্ট জোন ছিল সবথেকে বেশি। তখন সেখানে এমন জোনের সংখ্যা ছিল মোট ১৩টি। তবে সাম্প্রতিকতম কন্টেইনমেন্ট জোনের তালিকায় পাটুলির একটিও এলাকা নেই। এ ছাড়া যোধপুর পার্কের রহিম ওস্তাগার রোড এবং বাঁশদ্রোণীর নিভাপার্ক কনটেইনমেন্ট জোনের তালিকা থেকে মুক্ত হয়েছে। এই দু'টি এলাকাই ঘন জনবসতিপূর্ণ। সেইসঙ্গে বালিগঞ্জের পণ্ডিতিয়া রোড কন্টেইনমেন্ট জোনের বাইরে চলে এসেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
শহরবাসীর জন্য স্বস্তির খবর ! কলকাতায় কমল কন্টেইনমেন্ট জোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল