শহরের মধ্যে পাটুলির করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। চার সপ্তাহ আগে পাটুলি এলাকায় কন্টেইনমেন্ট জোন ছিল সবথেকে বেশি। তখন সেখানে এমন জোনের সংখ্যা ছিল মোট ১৩টি। তবে সাম্প্রতিকতম কন্টেইনমেন্ট জোনের তালিকায় পাটুলির একটিও এলাকা নেই। এ ছাড়া যোধপুর পার্কের রহিম ওস্তাগার রোড এবং বাঁশদ্রোণীর নিভাপার্ক কনটেইনমেন্ট জোনের তালিকা থেকে মুক্ত হয়েছে। এই দু'টি এলাকাই ঘন জনবসতিপূর্ণ। সেইসঙ্গে বালিগঞ্জের পণ্ডিতিয়া রোড কন্টেইনমেন্ট জোনের বাইরে চলে এসেছে।
advertisement
Location :
First Published :
Aug 24, 2020 2:02 PM IST
