TRENDING:

আদৌ কি থামবে করোনা তাণ্ডব, সামনের বছরেও অলিম্পিক্সের আয়োজন নিয়ে উঠছে প্রশ্ন

Last Updated:

চমকে দিচ্ছেন জাপানি বিজ্ঞানী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও : অলিম্পিক্স কী আদৌ সামনের বছর অর্থাৎ ২০২১ -এ আয়োজন করা যাবে, সাম্প্রতিক জাপানি এক বিজ্ঞানীর মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ তাঁর সাফ কথা. ‘ সততার সঙ্গে বলতে হলে বলতে পারি আমার মনে হয় না সামনের বছরেও অলিম্পিক্সের আসর বসানো নিশ্চিত ৷ ’ সোমবার দিন এক সাংবাদিক সম্মেলনে এইরকম মারাত্মক ঘোষণা করেন বিজ্ঞানী কেনতারো ইওয়াতা ৷ তাঁর মত দুটি ঘটনা ঘটলে অলিম্পিক্সের আয়োজন সম্ভব ১) জাপানে কোভিড ১৯ সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করা আর ২) সারা পৃথিবীতে করোনা ভাইরাস সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করা ৷
advertisement

টোকিও অলিম্পিক্স সামনের জুলাইতে আয়োজন করাও একই রকমের ভয়ের ৷ চিকিৎসকদের মতে যতক্ষণ না এই মারণ রোগের ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে ততক্ষণ অবধি কোনওভাবেই অলিম্পিক্স আয়োজন করা উচিত নয়৷  গত মাস অর্থাৎ ২৪ মার্চ জাপান ও আইওসি যুগ্ম ঘোষণা করেছিল যাতে এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল অলিম্পিক্স ৷

advertisement

এদিকে আবার IOC (International Olympic Committee) ও জাপানের মতনৈক্যও এরমধ্যে সামনে এসেছে ৷ আইওসি অলিম্পিক্সের সূচিতে জুলাই ২০২১ জানিয়েছে ৷ জাপান জানিয়েছে এর চেয়ে বেশি পিছিয়ে যাওয়া তারা আর সামলাতে পারবে না ৷ যদি মারণ ভাইরাস এভাবেই দাপট দেখাতে থাকে তাহলে অলিম্পিক্স বাতিল করে দেওয়া হবে৷

এদিকে জাপান জানিয়েছে এই একবছরের জন্য অলিম্পিক্স পিছিয়ে দেওয়ায় যা অতিরিক্ত খরচ হবে তা তারা একা বইবে না ৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা অতিমারিতে দেশের অর্থনীতি ভীষণভাবে প্রভাবিত ফলে এই আর্থিক চাপ নেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না ৷ এরমধ্যে আবার এই নিয়ে আইওসি-র মত পাওয়া যায়নি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ক্যারাটেতে বিরাট সাফল্য পুরুলিয়ার, তিন কন্যার ব্ল্যাক বেল্ট জয়
আরও দেখুন

করোনা ভ্যাকসিনের উপরই অলিম্পিক্সের ভবিষ্যত, অলিম্পিক্স নিয়ে প্রতিক্রিয়া IOC কর্তা জন কোটসের

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আদৌ কি থামবে করোনা তাণ্ডব, সামনের বছরেও অলিম্পিক্সের আয়োজন নিয়ে উঠছে প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল