TRENDING:

আদৌ কি থামবে করোনা তাণ্ডব, সামনের বছরেও অলিম্পিক্সের আয়োজন নিয়ে উঠছে প্রশ্ন

Last Updated:

চমকে দিচ্ছেন জাপানি বিজ্ঞানী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও : অলিম্পিক্স কী আদৌ সামনের বছর অর্থাৎ ২০২১ -এ আয়োজন করা যাবে, সাম্প্রতিক জাপানি এক বিজ্ঞানীর মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ তাঁর সাফ কথা. ‘ সততার সঙ্গে বলতে হলে বলতে পারি আমার মনে হয় না সামনের বছরেও অলিম্পিক্সের আসর বসানো নিশ্চিত ৷ ’ সোমবার দিন এক সাংবাদিক সম্মেলনে এইরকম মারাত্মক ঘোষণা করেন বিজ্ঞানী কেনতারো ইওয়াতা ৷ তাঁর মত দুটি ঘটনা ঘটলে অলিম্পিক্সের আয়োজন সম্ভব ১) জাপানে কোভিড ১৯ সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করা আর ২) সারা পৃথিবীতে করোনা ভাইরাস সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করা ৷
advertisement

টোকিও অলিম্পিক্স সামনের জুলাইতে আয়োজন করাও একই রকমের ভয়ের ৷ চিকিৎসকদের মতে যতক্ষণ না এই মারণ রোগের ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে ততক্ষণ অবধি কোনওভাবেই অলিম্পিক্স আয়োজন করা উচিত নয়৷  গত মাস অর্থাৎ ২৪ মার্চ জাপান ও আইওসি যুগ্ম ঘোষণা করেছিল যাতে এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল অলিম্পিক্স ৷

advertisement

এদিকে আবার IOC (International Olympic Committee) ও জাপানের মতনৈক্যও এরমধ্যে সামনে এসেছে ৷ আইওসি অলিম্পিক্সের সূচিতে জুলাই ২০২১ জানিয়েছে ৷ জাপান জানিয়েছে এর চেয়ে বেশি পিছিয়ে যাওয়া তারা আর সামলাতে পারবে না ৷ যদি মারণ ভাইরাস এভাবেই দাপট দেখাতে থাকে তাহলে অলিম্পিক্স বাতিল করে দেওয়া হবে৷

এদিকে জাপান জানিয়েছে এই একবছরের জন্য অলিম্পিক্স পিছিয়ে দেওয়ায় যা অতিরিক্ত খরচ হবে তা তারা একা বইবে না ৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা অতিমারিতে দেশের অর্থনীতি ভীষণভাবে প্রভাবিত ফলে এই আর্থিক চাপ নেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না ৷ এরমধ্যে আবার এই নিয়ে আইওসি-র মত পাওয়া যায়নি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সকাল থেকে ব্যস্ততা, কাগজ হাতে লম্বা লাইন! SIR আবহেও মুখে চওড়া হাসি, হচ্ছেটা কী মেদিনীপুরে
আরও দেখুন

করোনা ভ্যাকসিনের উপরই অলিম্পিক্সের ভবিষ্যত, অলিম্পিক্স নিয়ে প্রতিক্রিয়া IOC কর্তা জন কোটসের

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আদৌ কি থামবে করোনা তাণ্ডব, সামনের বছরেও অলিম্পিক্সের আয়োজন নিয়ে উঠছে প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল