TRENDING:

মুখ থুবড়ে পড়ল কেরল মডেল! ব্যাপক গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় ফের কড়া লকডাউন

Last Updated:

গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৮০০ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কেরল: করোনা মোকাবিলায় 'কেরল মডেল' বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। এই মারণ ভাইরাসের বাড়বাড়ন্ত রুখতে সে রাজ্যের সরকারের রণকৌশলের সাফল্যের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই সাফল্যের মধ্যেই নয়া উদ্বেগের খবর সামনে এল। রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে শুক্রবার কেরল সরকার জানিয়েছে।
advertisement

তিরুঅনন্তপুরম জেলার উপকূলবর্তী তিনটি এলাকায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আর তাতেই আতঙ্কিত বিভিন্ন মহল। গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৮০০ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে।

এ দিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিজয়ন জানান, তিরুঅনন্তপুরম জেলার উপকূলবর্তী পুল্লুভিলা এবং পোনথুরা এলাকায় গোষ্ঠী সংক্রমণের প্রাথমিক প্রমাণ মিলেছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তিরুবনন্তপুরমের উপকূলবর্তী এলাকায় শনিবার থেকে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে।

advertisement

advertisement

মুখ্যমন্ত্রী বলেন, 'গোষ্ঠী সংক্রমণ ঘটছে, এমন তিনটি জোন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অনচুথেংগু এবং পেরুমাথুরা পর্যন্ত এলাকা একটি জোন। দ্বিতীয় জোনটি পেরুমাথুরা থেকে ভিঝিনজম পর্যন্ত । তৃতীয় জোনটি ভিঝিনজম থেকে উরাম্বু পর্যন্ত। এই সমস্ত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হচ্ছে।' কেরলের উপকূলবর্তী এলাকাগুলির জনবসতি খুবই ঘন। ফলে এই সমস্ত এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব। এই সমস্ত এলাকায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফের কঠোরভাবে লকডাউন জারি হতে পারে।

advertisement

পুলিশি বন্দোবস্তের পরিকল্পনার ভার দেওয়া হয়েছে তিরুঅনন্তপুরমের সিটি পুলিশ কমিশনার বলরাম কুমার উপাধ্যায়ের উপরে। পুলিশ, পুরসভা, স্বাস্থ্য দফতর, স্থানীয় পঞ্চায়ত-সহ সরকারি সংশিষ্ট সমস্ত দফতরকে এক ছাতার তলায় নিয়ে কনট্রোল রুম খোলা হবে। এ ছাড়া গোষ্ঠী সংক্রমণ ছড়িয়েছে এমন তিনটি জোনের পরিস্থিতি নজরদারির জন্য আইএএস অফিসার নিয়োগ করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

কেরলে ফের ব্যাপকভাবে টেস্ট শুরু হয়েছে। বিশেষত উপকূলবর্তী এলাকায় টেস্টের উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। আর তাতেই গোষ্ঠী সংক্রমণের হদিশ মিলেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কারিনকুলম পঞ্চায়েতের পাল্লুভিলাতে ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৫১টি রিপোর্ট পজিটিভ এসেছে। পোনথুরা আয়ুষ সেন্টারে টেস্ট হওয়া ৫০টি নমুনার মধ্যে ২৬টি পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, পুথুকুরিস্যেরিতে ৭৫টি নমুনার মধ্যে ২০টিতে মারণ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। যা থেকে সরকারের সিদ্ধান্ত, চূড়ান্ত দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে এই সমস্ত এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
মুখ থুবড়ে পড়ল কেরল মডেল! ব্যাপক গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় ফের কড়া লকডাউন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল