advertisement
এই নিয়ে করোনা সংক্রমণ ইস্যুতে দ্বিতীয় বার সর্বদল বৈঠক ডাকলেন মমতা৷ এর আগে সর্বদল বৈঠক হয়েছিল গত ২৩ মার্চ৷ সোমবার সাংবাদিক বৈঠক করে সর্বদল বৈঠকের কথা জানিয়েছেন, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র সচিব বলেন, 'যেহেতু করোনা পরিস্থিতিতে এখন বিধানসভা বন্ধ, তাই বিধানসভার প্রতিনিধিত্ব আছে এমন দলগুলিকে আমন্ত্রণ করা হবে। সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'
advertisement
রাজ্যে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। যার মধ্যে কলকাতায় মৃতের সংখ্যা ৬। মোট ৫৬৯ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত৷ রাজ্যে করোনা আক্রান্ত মোট ৮ হাজার ৬৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সুস্থতার হার প্রায় ৬০ শতাংশ।
Location :
First Published :
June 22, 2020 8:41 PM IST