TRENDING:

করোনা যোদ্ধাদের সম্মানে ১ জুলাই গোটা রাজ্যে ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:

সোমবার মুখ্যমন্ত্রী বলেন, করোনা যোদ্ধা, স্বাস্থ্য কর্মীদের সম্মানে এই ছুটি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ১ জুলাই ডক্টরস ডে উপলক্ষে গোটা রাজ্যে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্নে সাংবাদিক বৈঠক থেকে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, করোনা যোদ্ধা, স্বাস্থ্য কর্মীদের সম্মানে এই ছুটি ৷কোভিড যোদ্ধাদের লড়াইকে সম্মান দিতেই এই উদ্যোগ ৷
advertisement

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সমস্ত প্রথম সারির স্বাস্থ্য কর্মীদের স্যালুট জানাতে চাই। তাঁদের অবদানকে সম্মান জানাতেই ওই দিন পূর্ণ দিবস রাজ্য সরকারি দফতর ছুটি থাকবে।’

১জুলাই ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিবস ৷শুধু রাজ্য নয়, গোটা দেশেই এই দিনটি ডক্টর ডে হিসেবে পালন করা হয় ৷মহামারির বিরুদ্ধে চিকিৎসক ও প্রথম সারির স্বাস্থ্য কর্মীদের জীবন বাজি রেখে সাহসিকতার এই লড়াইকে বিশেষ সম্মান জানাতে রাজ্য সরকার বেছে নিল এই দিনটিকেই ৷ করোনা পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি নিয়ে শত কষ্ট সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সমস্ত চিকিৎসক, নার্সিং স্টাফ, প্যারা মেডিক্যাল কর্মী সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের সম্মানে পয়লা জুলাই, বুধবার দিনটিকে রাজ্যের ছুটির দিন হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷মমতা এদিন বলেন, ‘এই বাংলা থেকেই চিকিৎসক দিবস পালন শুরু হয়েছিল । এটা আমাদের গর্ব। আর এই সময়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা যে ভাবে জীবন বাজি রেখে কাজ করছেন তা অতুলনীয় ৷’

advertisement

করোনা যোদ্ধাদের কাজকে কুর্নিশ জানিয়ে এবছর ওই দিন ছুটি থাকবে গোটা রাজ্যে ৷ বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতর৷একইসঙ্গে জাতীয় ডক্টরস ডে-তে কেন্দ্রকেও ছুটি ঘোষণার অনুরোধ মমতার৷

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

একইসঙ্গে রাজ্য সরকারের উদ্যোগে পয়লা জুলাই থেকেই রাজ্যে বিশেষ টেলি মেডিসিন পরিষেবা চালু করার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের কাছে পৌঁছনো সম্ভব হচ্ছে না ৷ এমতাবস্থায় বাড়িতে থেকে ফোনেই ডাক্তারের পরামর্শ নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার ৷ বর্তমানে এর জন্য ১২টি নম্বর ১ জুলাই থেকে চালু করছে রাজ্য৷ পরে প্রতি রাজ্যের জন্য আলাদা আলাদা নম্বরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷এরপর থেকে প্রতি জেলার জন্য একটি আলাদা নম্বরের ব্যবস্থা করবে রাজ্য ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা যোদ্ধাদের সম্মানে ১ জুলাই গোটা রাজ্যে ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল