পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমণ বাড়তে থাকায় মেদিনীপুর এবং খড়্গপুর পৌরসভা জুড়ে 'কনটেনমেন্ট জোন' ঘোষণা।আগামিকাল, ৮ জুলাই বৃহস্পতিবার থেকে ১৪ জুলাই পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকাকে নতুন করে কনটেনমেন্ট জোনের মধ্যে নিয়ে আসা হয়েছে। জেলা প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, 'মাইক্রো কনটেনমেন্ট' জোনের অধীনে পড়ছে সমগ্র মেদিনীপুর পৌরসভা ও খড়্গপুর পৌরসভা। এ ছাড়াও, ঘাটালের বিস্তীর্ণ এলাকা, নারায়ণগড়ের কিছু এলাকা, কেশিয়াড়ির কিছু এলাকা এবং গড়বেতা ৩ নম্বর ব্লকের সাতবাঁকুড়ার কিছু এলাকাকে গন্ডিবদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল।
advertisement
জেলা প্রশাসন সূত্রে খবর, জেলার বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমস্ত অঞ্চলে শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সমস্ত কিছু বন্ধ থাকবে।
তথ্যঃ সোমরাজ বন্দ্যোপাধ্যায় ও সুজিত ভৌমিক ।