করোনা ভ্যাক্সিনেশন সেন্টার রাজ্য সরকার চালাক বা বেসরকারিভাবে মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হোক, সেই সমস্ত টিকা কেন্দ্রগুলিকে প্রশাসনের অনুমোদিত হতে হবে। কেন্দ্রগুলিকে অনুমোদিত সিভিসি নম্বর ও এবং বাধ্যতামূলকভাবে 'cowin' সফটওয়্যার ব্যবহার করতে হবে ভ্যাকসিনেশনের জন্য। যে ভ্যাকসিনগুলি দেওয়া হবে, সেগুলির নির্দিষ্ট ব্যাচ নম্বর এবং ডেট অফ এক্সপায়েরির উল্লেখ থাকতে হবে। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে সব মিউনিসিপ্যালিটি গুলিকে যাতে দ্রুত সতর্ক করা হয় এবং সরকার হোক বা বেসরকারি উদ্যোগে হোক, সকলকেই টিকা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট প্রটোকল মানতে হবে।
advertisement
স্বাস্থ্যসচিব এই মর্মে একটি বিস্তারিত অ্যাডভাইজারি জারি করবেন শীঘ্রই। নবান্ন সূত্রে খবর, মুখ্য সচিব এইচকে দ্বিবেদী শুক্রবার সন্ধ্যায় প্রথমবার বৈঠক করেন জেলা শাসকদের সঙ্গে। সেখানেই বার্তা দেওয়া হয় কড়া হাতে টিকা জালিয়াতি যাতে কোনওভাবেই না হয়, তার নজরদারি চালাতে হবে। এরপর শনিবার তিনি আবারও বৈঠকে বসেন, সেখানে অ্যাডভাইজারির বিষয়টি জানানো হয়।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
