পণ্যবাহী বিমানে করে কলকাতা বিমানবন্দরে নেমেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ এ দিন বেলার দিকে একটি দল নেমেছে কলকাতা বিমানবন্দরে৷ এরপর তাঁরা NICED-এ যান দুপুরে৷ সেখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন করোনা পরিস্থিতি নিয়ে৷ এই দলটি রাজ্যের ৭টি জেলাতে ঘুরে দেখবে লকডাউন মানা হচ্ছে কি না৷
জানা গিয়েছে, প্রতিটি প্রতিনিধি দলে ৫ জন করে সদস্য থাকবেন৷ কলকাতা সহ সাতটি জেলায় ঘুরবেন প্রতিনিধি দলের সদস্যরা৷ যে জেলাগুলিতে কেন্দ্রীয় প্রতিনিধিরা যাবেন তার মধ্যে রয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং৷
৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়লেও ২০ এপ্রিল থেকে বিভিন্ন রাজ্যের পরিস্থিতি দেখে কিছু কিছু এলাকায় ধীরে ধীরে লকডাউন শিথিল করার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই মতো আজ থেকে প্রক্রিয়া শুরু করল কেন্দ্র৷ কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কাজকর্মও শুরু হচ্ছে আজ থেকে৷
জেলাগুলিতে গিয়ে লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখে সেখানে জরুরি পণ্যের সরবরাহ ঠিক আছে কিনা, স্বাস্থ্য পরিষেবার কী হাল, চিকিৎসকদের জন্য পর্যাপ্ত পিপিই এবং সুরক্ষা সরঞ্জাম রয়েছে কিনা, তাও খতিয়ে দেখবেন তাঁরা৷ পাশাপাশি শ্রমিক এবং দরিদ্রদের যে শিবিরগুলিতে রাখা হয়েছে, সেখানেও যেতে পারেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা৷