TRENDING:

ভ্যাকসিন বাজারে এলেই দেশবাসীর জন্য ব্যবস্থা, এখনই কোনও চুক্তি নয়, দাবি স্বাস্থ্যমন্ত্রীর

Last Updated:

হর্ষ বর্ধন জানিয়েছেন, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যাঁরাই ভ্যাকসিন তৈরির কাজ করছেন, সংশ্লিষ্ট সবার সঙ্গেই সরকারের তরফে যোগাযোগ রাখা হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলে ভাল সাড়া মিলেছে৷ কিন্তু এখনই করোনা ভ্যাকসিন কেনা নিয়ে কোনও সংস্থা বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে চায় না কেন্দ্রীয় সরকার৷ সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, এখনই কোনও চুক্তি করা খুব তাড়াহুড়ো হয়ে যাবে৷
advertisement

ইতিমধ্যেই বিশ্বজুড়ে গবেষকদের অন্তত তিনটি দল করোনা প্রতিষেধক তৈরির ক্ষেত্রে প্রাথমিক সাফল্য পেয়েছে৷ বেশ কয়েকটি দেশ ভ্যাকসিন উৎপাদনের জন্য চুক্তিও করে ফেলেছে৷ তবে এ বিষয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ভারত সরকার৷

অক্সফোর্ডের পাশাপাশি চিন এবং জার্মানিতে তৈরি দু'টি ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার ফল আশাব্যঞ্জক বলে দাবি করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে৷ এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'যে নির্দিষ্ট প্রতিষেধকটির বিষয়ে কথা বলা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত তথ্য আমার কাছে নেই৷ তবে গোটা বিশ্বে করোনার অন্তত ২০০টি ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে৷ সেগুলির সবকটির উৎপাদন শুরু হতেই এখনও অনেক দেরি৷ সেগুলিকে এখনও প্রতিষেধক বলা যায় না৷' কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অবশ্য একই সঙ্গে জানিয়েছেন, ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে ভারতও পিছিয়ে থাকবে না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ফলে এখনই ভ্যাকসিন ক্রয়ের পরিকল্পনা এবং তা নিয়ে জনসাধারণকে আশ্বস্ত করার পথে হাঁটতে চায় না কেন্দ্রীয় সরকার৷ হর্ষ বর্ধন জানিয়েছেন, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যাঁরাই ভ্যাকসিন তৈরির কাজ করছেন, সংশ্লিষ্ট সবার সঙ্গেই সরকারের তরফে যোগাযোগ রাখা হচ্ছে৷ তিনি বলেন, 'শুধু এটুকু বলব, যখনই কোনও ভ্যাকসিন তৈরি হয়ে যাবে, দেশের মানুষ যাতে তা হাতে পান তা নিশ্চিত করতে সবরকম চেষ্টা করবে সরকার৷ আমরা এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখছি৷ ভারত কোনওদিক দিয়েই পিছিয়ে থাকবে না৷'

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ভ্যাকসিন বাজারে এলেই দেশবাসীর জন্য ব্যবস্থা, এখনই কোনও চুক্তি নয়, দাবি স্বাস্থ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল