করোনার প্রকোপ বেড়েই চলেছে ৷ রোগীদের চিকিৎসার সুবিধের জন্যই শহরে বাড়ানো হল কোভিড হাসপাতাল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে জানিয়েছে এটি রাজ্যের ৬৮ তম কোভিড হাসপাতাল ৷
এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৫৬ জন ৷ তার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪০৭ জন ৷ রাজ্যে নতুন করে আরও ১১২ জনের শরীরে মিলল করোনার সংক্রমণ ৷ মৃত্যুও হয়েছে আরও চারজনের ৷ ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২৷ এ দিন নবান্নে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ গত ২৪ ঘণ্টায় মাত্র একজন করোনা আক্রান্তই সুস্থ হয়ে উঠেছেন ৷ ফলে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ২৬৫ জন ৷
advertisement
রাজ্য সরকারের দাবি অনুযায়ী, দৈনিক গড়ে আড়াই হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে ৷ গত চব্বিশ ঘণ্টায় মোট ২৫৭০টি নমুনা পরীক্ষা হয়েছে ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৩০১৪১৷