TRENDING:

করোনায় আক্রান্ত বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ ! কাঠগড়ায় জকোভিচ

Last Updated:

এক সপ্তাহ আগেই বেলগ্রেডে নোভাক জকোভিচের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সোফিয়া: করোনা আক্রান্ত বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ। রবিবার নিজেই এই খবর জানান, বিশ্ব টেনিসের ১৯ নম্বর খেলোয়াড়।
advertisement

Photo Source: Twitter

এক সপ্তাহ আগেই বেলগ্রেডে নোভাক জকোভিচের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন তিনি। রবিবার ইনস্টাগ্রামে ভক্তদের দিমিত্রভ জানান, বেলগ্রেড থেকে ফিরেই তাঁর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। ফলে আগামী কয়েক মাস কোনও টুর্নামেন্ট খেলতে পারবেন না।

advertisement

এই প্রতিযোগিতায় বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় জকোভিচ ছাড়াও খেলেছিলেন বিশ্বের তিন নম্বর ডমিনিক থিয়েম এবং বিশ্বের ১৭ নম্বর আলেকজান্ডার ভেরেভ। খেলার মাঝে জকোভিচের সঙ্গে দিমিত্রভের একটি ছবিও ভাইরাল হয়। তবে বেলগ্রেড থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন বুলগেরিয়ান টেনিস তারকা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বেড়ার জালে ছটফট করছে দু'টো হলুদ চোখ! এমন ভয়ানক ঘটনায় এলাকায় আতঙ্ক
আরও দেখুন

নিজের দেশ সার্বিয়ার বেলগ্রেডে নোভাক জকোভিচের আয়োজিত প্রদর্শনী টুর্নামেন্ট নিয়ে তোলপাড় টেনিস বিশ্ব। কারণ, সেখানে খেলতে আসা খেলোয়াড় এবং কোচিং সদস্যরা একের পরে এক করোনায় আক্রান্ত হচ্ছেন। তা নিয়ে রীতিমতো কাঠগড়ায় বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা জকোভিচ।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় আক্রান্ত বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ ! কাঠগড়ায় জকোভিচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল