TRENDING:

ব্রিটিশ প্রধানমন্ত্রী সওয়ারি হলেন 'মেড ইন ইন্ডিয়া' হিরো সাইকেলের! শুরু করলেন নতুন প্রকল্প

Last Updated:

মেড ইন ইন্ডিয়া হিরো সাইকেল চড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, শুরু করলেন ইংল্যান্ডে নতুন অ্যান্টি ওবেসিটি অভিযান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ভারতের প্রসিদ্ধ সাইকেল ব্র্যান্ড 'হিরো' ৷ সেই ব্র্যান্ডের সাইকেল চড়ে লন্ডনের রাস্তায় ঘুরতে দেখা গেল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী 'মেড ইন ইন্ডিয়া' হিরো সাইকেলের  শুধু সওয়ারিই হলেন না, এই ভারতীয় ব্র্যান্ড শরিক হল ইংল্যান্ডের এমন এক প্রকল্পের, যা করোনা লড়াই করতে সাহায্য করবে৷ মূলত করোনা থেকে বাঁচতে প্রয়োজন ভাল লাইফস্টাইলের৷ এই কারণে অ্যান্টি ওবেসিটি বা মোটাত্ব দূর করতে এক নতুন পথ বেছে নিল ব্রিটিশ সরকার৷ অনেক গবেষণায় উঠে এসেছে যে মোটা বা স্থূল চেহারার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে মারণ করোনা৷ যাঁরা মোটা, তাঁদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকছে৷ সে কারণে অ্যান্টি ওবেসিটি ক্যাম্পেন শুরু করছে ব্রিটিশ সরকার৷ যার মধ্যে সাইক্লিং এবং হাঁটার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷
advertisement

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেও সাইকেল চালাতে ভালবাসেন এবং সে বিষয়ে উদ্যোগী৷ দেশের মানুষকে সাইকেলের সওয়ারি হতে উৎসাহ দিতে নতুন বাইক লেন তৈরি করছে তাঁর সরকার৷ রাস্তার মধ্যেই থাকবে সুরক্ষিত বাইক লেন, মিলবে সাইকেল ট্রেনিং এবং বাইক পাওয়া যাবে প্রেসক্রিপশন দেখিয়েই৷ নতুন ফিটনেস স্ট্র্যাটেজিতে এই সব নিয়ম সামিল হচ্ছে৷

advertisement

তবে শুধু শারীরিক ফিটনেস নয়, বাতাস শুদ্ধ করতেও বাইক বা সাইকেল বেশি করে চালানোর পক্ষে ব্রিটিশ সরকার৷ জনসন জানিয়েছেন , বেশি সাইকেল ব্যবহার করলে দূষণের মাত্রা কমবে৷ ফলে পরিবেশও সুস্থ থাকবে কয়েকগুণ বেশি৷ এমনই মত বরিস জনসনের, যিনি নিজেও একজন করোনা যোদ্ধা৷

তবে ব্রিটেনে বেশি সাইকেল চালানো বা ফিটনেসে জোর দেওয়ার থেকে বেশি যা নজরে আসছে ভারতীয়দের, তা হল ভারতীয় ব্র্যান্ডের সাইকেলে চড়ে প্রধানমন্ত্রী বরিসের এই সওয়ার৷ ভারতীয় হিরো মোটোর্স সংস্থার ইনসিঙ্ক ব্র্যান্ড যার ডিজাইন করা হয়েছে ম্যাঞ্চেস্টারে, সেই সাইকেলে চড়েছেন বরিস জনসন৷ ভাইকিং, রিড্ডিক, রাইডেল ব্র্যান্ড নিয়ে নিয়েছে হিরো সাইকেল এবং এই সবগুলিকে একসঙ্গে ইনসিঙ্ক (Insync) ব্র্যান্ডের নামে বাজারে এনেছে এই সংস্থা৷ এরমধ্যে রয়েছে ৭৫টি বাইক যার ডিজাইন করছে ম্যাঞ্চেস্টারের হিরো সাইকেলস গ্লোবাল ডিজাইন সেন্টার (Hero Cycles Global Design Centre) ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

আত্মনির্ভরের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অর্থাৎ স্বদেশের জিনিস ব্যবহারের ওপর জোর দিয়েছিলেন তিনি৷ বলেছিলেন লোকল পে ভোকাল হতে৷ দেশীয় সামগ্রীর গুরুত্ব বাড়াতে সেই জিনিস নিয়ে সরব হতে দেশবাসীকে আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ এবার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হিরো ব্র্যান্ডের সাইকেলে চড়তে দেখে বেশ কিছুটা উৎসাহী হলেন ভারতীয়রা৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ব্রিটিশ প্রধানমন্ত্রী সওয়ারি হলেন 'মেড ইন ইন্ডিয়া' হিরো সাইকেলের! শুরু করলেন নতুন প্রকল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল