TRENDING:

Corona-র Delta variant রুখতে ব্রিটেন Covishiled-র ডোজে ব্যবধান কমাল, ভারতের কি হবে?

Last Updated:

ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়ঙ্কর প্রভাব দেখে নতুন তথ্য দেওয়া হয়েছে৷ ব্রিটেনে ৪০ -র অধিক বয়সীদের জন্য ভ্যাকসিনের দুটি ডোজের গ্যাপ কমিয়ে ১২ থেকে ৮ সপ্তাহ করে দেওয়া হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : করোনা ভাইরাস (Corona) -সংক্রমণ সারা পৃথিবী জুড়েই দাপট দেখাচ্ছে৷ এরই মধ্যে করোনা ভ্যাকসিন (Vaccine)  -র দুটি ডোজের মধ্যে কতটা গ্যাপ হবে তা নিয়ে জোর বিতর্ক জারি রয়েছে৷ সারা পৃথিবীতে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট (Delta Variant) দেখে ব্রিটেনে ইতিমধ্যেই দুটি কোভিশিল্ড  (Covishield) ডোজের মধ্যের ব্যবধান কমিয়ে দিয়েছে৷ পাশাপাশি ভারতকেও দুটি ডোজের মধ্যে ব্যবধান কমানোর প্রস্তাব দিয়েছে৷
advertisement

ভারতে করোনা ভাইরাস টীকাকরণ নীতি নির্ধারকরা ফের একবার সরকারকে জানিয়েছে করোনাকে রুখতে কোভিশিল্ড ভ্যাকসিনের ব্যবধান কম করা হোক৷ সদ্য যে রিপোর্ট সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে করোনা ভ্যাকসিনের দুটি ডোজ যাঁরা কম ব্যবধানে নিয়েছিলেন তাঁদের খুবই অল্প সংখ্যক মানুষকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে৷ উল্লেখ্য ব্রিটেন থেকে প্রাপ্ত সংখ্যা অনুযায়ি ১৩ মে কোভিশিল্ড ভ্যাকসিন যাঁরা নিয়েছেন তাঁদের ৬ থেকে ১২ সপ্তাহের গ্যাপ দেওয়ার কথা৷ কিন্তু ৩ দিন আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়ঙ্কর প্রভাব দেখে নতুন তথ্য দেওয়া হয়েছে৷ ব্রিটেনে ৪০ -র অধিক বয়সীদের জন্য ভ্যাকসিনের দুটি ডোজের গ্যাপ কমিয়ে ১২ থেকে ৮ সপ্তাহ করে দেওয়া হয়েছে৷

advertisement

সোমবার ব্রিটেনের হাসপাতালে ভর্তি থাকা অসুস্থদের রিপোর্ট অনুযায়ি অক্সফোর্ড -এস্ট্রাজেনেকা-র ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে যাদের দূরত্ব কম তাদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভবনা ৯২ শতাংশ অবধি কম হয়েছে৷ যারা একটি ডোজ লাগিয়েছেন তাদের সম্ভবনা যেখানে ৭১ শতাংশ অবধি সুরক্ষিত৷

করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য এখন ভারতেও বিভিন্ন বিশেষজ্ঞরা সরকারের কাছে দুটি ডোজের মধ্যে ব্যবধান কমানোর প্রস্তাব দিয়েছেন৷ তাদের প্রস্তাব অনুযায়ি সরকার কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান কমানোর চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন৷ এবার এনটিএজিআই এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে , তারা নিজেদের রিপোর্ট সরকারকে দেবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এদিকে সরকার জানিয়ে দিয়েছে দুটি ডোজের মধ্যে অন্তর কতটা হবে এই নিয়ে অযথা তাড়াহুড়ো করার দরকার নেই৷ কেন্দ্র জানিয়ে দিয়েছে বৈজ্ঞানিকদের সঙ্গে কথা বলা হচ্ছে৷ এছাড়া নীতি আয়োগের স্বাস্থ্য সদস্য ডক্টর বিকে পাল বলেছেন করোনা ভ্যাকসিন কোভিশিল্ড নিয়ে ব্রিটেনের রিপোর্টের ওপর নজর রাখা হয়েছে৷ তবে এই নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Corona-র Delta variant রুখতে ব্রিটেন Covishiled-র ডোজে ব্যবধান কমাল, ভারতের কি হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল