TRENDING:

করোনায় আক্রান্ত এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সার ডিঙ্কো সিং !

Last Updated:

দিল্লি থেকে রওনা হওয়ার সময়ও তাঁর করোনা ধরা পড়েনি ৷ কিন্তু ইম্ফলে আসামাত্রই পরীক্ষার পর জানা যায় কোভিড পজিটিভ ডিঙ্কো সিং ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইম্ফল: ২০২০ বছরটা যেমন শুধুই দুঃসংবাদের বছর ৷ এবার করোনায় আক্রান্তের খবর পাওয়া গেল এশিয়ান গেমসে সোনাজয়ী প্রাক্তন বক্সার ডিঙ্কো সিংয়ের ৷ চিকিৎসা করাতে তিনি দিল্লি গিয়েছিলেন ৷ সেখান থেকে ইম্ফলে ফেরার পরে ডিঙ্কোর রিপোর্ট করোনা পজিটিভ আসে ৷ আপাতত ডিঙ্কো ও তাঁর স্ত্রী-কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷
advertisement

Dingko Singh arrives in Delhi to receive radiation therapy | @RijijuOffice | Twitter

মণিপুর এবং দেশের বক্সিং জগতে ডিঙ্কোর নাম অত্যন্ত পরিচিত ৷ ১৯৯৮ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন তিনি ৷ লকডাউনের মধ্যে যকৃত ক্যানসারের জন্য দিল্লি যাওয়ার চেষ্টা করলেও তিনি পারছিলেন না ৷ কারণ অনেকবার ফ্লাইট ক্যানসেল হয় তাঁর ৷ এর পরে ভারতীয় বক্সিং ফেডারেশনের সভাপতি ও সরকারি সাহায্যে গত ২৫ এপ্রিল স্ত্রী-কে নিয়ে ডিঙ্কো ইম্ফল থেকে দিল্লি যান এয়ার অ্যাম্বুল্যান্সে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

৪১ বছর বয়সি ডিঙ্কো দিল্লিতে চিকিৎসা করানোর পরে সড়কপথে ইম্ফলে ফেরেন। দিল্লি থেকে রওনা হওয়ার সময়ও তাঁর করোনা ধরা পড়েনি ৷ কিন্তু ইম্ফলে আসামাত্রই পরীক্ষার পর জানা যায় কোভিড পজিটিভ ডিঙ্কো সিং ৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় আক্রান্ত এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সার ডিঙ্কো সিং !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল