মণিপুর এবং দেশের বক্সিং জগতে ডিঙ্কোর নাম অত্যন্ত পরিচিত ৷ ১৯৯৮ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন তিনি ৷ লকডাউনের মধ্যে যকৃত ক্যানসারের জন্য দিল্লি যাওয়ার চেষ্টা করলেও তিনি পারছিলেন না ৷ কারণ অনেকবার ফ্লাইট ক্যানসেল হয় তাঁর ৷ এর পরে ভারতীয় বক্সিং ফেডারেশনের সভাপতি ও সরকারি সাহায্যে গত ২৫ এপ্রিল স্ত্রী-কে নিয়ে ডিঙ্কো ইম্ফল থেকে দিল্লি যান এয়ার অ্যাম্বুল্যান্সে।
advertisement
৪১ বছর বয়সি ডিঙ্কো দিল্লিতে চিকিৎসা করানোর পরে সড়কপথে ইম্ফলে ফেরেন। দিল্লি থেকে রওনা হওয়ার সময়ও তাঁর করোনা ধরা পড়েনি ৷ কিন্তু ইম্ফলে আসামাত্রই পরীক্ষার পর জানা যায় কোভিড পজিটিভ ডিঙ্কো সিং ৷
Location :
First Published :
June 01, 2020 8:28 AM IST
