TRENDING:

করোনা মোকাবিলায় মাস্কের মধ্যে লেখা জনপ্রিয় বাংলা গানের কথা, যুবকের অভিনব উদ্যোগ

Last Updated:

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ লক্ষ। মৃত্যু হয়েছে প্রায় দু'লক্ষ মানুষের। ভারতবর্ষও তার ব্যতিক্রম নয়। এদেশেও নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ হাজার। অার গোটা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৬০০ জনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতাঃ বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাসের আতঙ্ক ক্রমশ আরও জাঁকিয়ে বসছে প্রতিদিন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ লক্ষ। মৃত্যু হয়েছে প্রায় দু'লক্ষ মানুষের।  ভারতবর্ষও তার ব্যতিক্রম নয়। এদেশেও নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ হাজার। অার গোটা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৬০০ জনের। রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, এ রাজ্যেও সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৪৫ জন, অার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১২।
advertisement

গত কয়েকদিন আগেই রাজ্য স্বাস্থ্য দফতর রীতিমত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে রাস্তায় বেরোনো প্রত্যেককে মাস্ক পরা বাধ্যতামূলক। যে কোনও মূল্যে মুখ ঢাকা দিয়ে প্রত্যেককে রাস্তায় বেরোতেই হবে। কিন্তু কে শোনে, কার কথা! রাজ্যের বিভিন্ন প্রান্তেই মাস্ক না পরে অনেককেই রাস্তায় দেখতে পাওয়া যায়। রীতিমত নজরদারি করে পুলিশ প্রশাসনকে মানুষদের বাধ্য করা হয় মাস্ক পড়তে। সুমিত বিশ্বাস, কলকাতা শিয়ালদহ লেবুতলা পার্কের পাশে বাড়ি। বাবা প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা অফিসার ছিলেন, বেশ কয়েক বছর আগে মারা যান। কিন্তু সুমিতকে শিক্ষা দিয়েছিলেন শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার। আর লক ডাউনের সময় সেই শিক্ষাকেই পাথেয় করে সুমিত নেমে পড়েছে এক অসম যুদ্ধে।

advertisement

বাড়িতে বৃদ্ধা মা আর আদরের পোষ্য কুকুর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তনী সুমিত সকাল থেকে উঠে এই মাস্ক বানাতে বসেন। এই মাস্ক দেখলে আপনার লোভ লাগবে। হলুদ রঙের গেঞ্জি কাপড় পাইকারি দরে কিনে সেই  কাপড় কেটে তার ওপর রং-তুলি নিয়ে সুমিতের সাধনা চলছে। কোন মাস্কের উপর লেখা, 'একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে', কোনটায়  আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আর তার সঙ্গে কোন মাস্কের ওপর লেখা 'চোখে চোখে কথা বল, মুখে কিছু বলো না'। কোনটাতে দুর্গা, কোনোটায় শিবের ছবি, আবার কোনও মাস্কের উপর রবীন্দ্রনাথের চিত্র আঁকা।

advertisement

আপন মনের মাধুরী মিশিয়ে সুমিত একের পর এক মাস্ক বানিয়ে চলেছেন। কিন্তু কোনটাই ব্যবসায়িক উদ্দেশ্যে নয়। সকাল থেকে মাকে পাশে নিয়ে এই মাস্ক তৈরি করা আর তারপর চেনা-পরিচিত প্রত্যেককে এই মাস্ক বিলি করে সময় কেটে যাচ্ছে সুমিতের। লক ডাউনের সময় সবাই যাতে রাস্তায় বেরিয়ে মাস্ক পরে, তা নিয়েই বদ্ধপরিকর সুমিত। বিক্রি নয়, পয়সা উপার্জন নয়, সমাজের কাজে লাগবে তার এই সামান্য প্রচেষ্টা। সুমিতের বক্তব্য, প্রত্যেকে যদি কয়েকদিন একটু নিয়ম মেনে চলি, সরকার প্রশাসন যে নির্দেশ দিচ্ছে, তা যদি সবাই মেনে চলি, তাতে ক্ষতি কি! সরকার যে নির্দেশ দিচ্ছে, তা যদি আমরা কয়েক দিন পালন করি, তাতে আমাদের সবার লাভ। আগামী প্রজন্ম যাতে একটা সুন্দর পৃথিবী পায়, তার জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ABHIJIT CHANDA

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা মোকাবিলায় মাস্কের মধ্যে লেখা জনপ্রিয় বাংলা গানের কথা, যুবকের অভিনব উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল