সর্বভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ি মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ৪০ বছরের কম বয়সী তিন রোগীর এই মুহূর্তে চিকিৎসা চলছে৷ কোভিড থেকে সেরে ওঠার পর তাদের এই অসুস্থতার সূত্রপাত৷ মাহিমের হিন্দুজা হাসপাতালের চিকিৎসক নির্দেশক ডক্টর সঞ্জয় আগরওয়াল বলেছেন, ‘‘এদের ফিমার বোন (উরুর সবচেয়ে উঁচু হাড়) ব্যথা হচ্ছিল, যাঁদের এই অবসুবিধা চিহ্নিত হয়েছে তারা সকলেই চিকিৎসক তাই তারা সরাসরি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন৷ ’’
advertisement
এই অসুস্থতা কার্টিকোস্টেরয়েডের কারণে হচ্ছে৷ এই অসুস্থতা নিয়ে বিএমজে কেস স্টাডিজ নামের রিসার্চ পেপারে লেখা বেরিয়েছে৷ এরমধ্যে তিনি বলেছেন কোভিড ১৯ -র মামলা জীবনদায়ী কার্টিকোস্টেরয়েডের বেশি ব্যবহারের জন্য এই এভিএনের মামলা সামনে আসছে৷ এই রোগের বৃদ্ধিও হবে৷ রিপোর্ট অনুযায়ি কিছু অন্য অর্থপেডিক স্পেশালিস্ট অর্থাৎ অস্থি বিশেষজ্ঞ জানিয়েছেন কোভিডের পর বেশ কিছু রোগীর মধ্যে এই সমস্যা হচ্ছে৷
সিভিল হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ‘‘ যে রোগী দীর্ঘদিন কোভিড আক্রান্ত রয়েছেন তাঁদের চিকিৎসার জন্য স্টেরয়েড প্রয়োজন এটা চিন্তার বিষয়৷ রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য রাহুল পণ্ডিত বলেছেন এবেস্কুলর নেক্রোসিসের মামলা সামনে এসেছে৷ তাঁর মতে সামনের এক -দু মাসে এরকম আরও কেস সামনে আসতে পারে৷ কারণ এভিএন স্টেরয়েড ব্যবহারের পাঁচ থেকে ছয় মাস বাদে হতে পারে৷ কোভিড ১৯ -র দ্বিতীয় ওয়েভের সময় এপ্রিল থেকে বিভিন্ন জায়গায় রোগীদের সারাতে প্রচুর পরিমাণে স্টেরয়েড ব্যবহার করা হয়েছে৷ সামনে আরও এইরকম আরও কেস আসতে পারে৷
