TRENDING:

সবার প্রিয় ‘ঝুমা বৌদি’ এবার করোনা পজিটিভ, কেমন আছেন তিনি, খবর দিলেন খোদ স্বামী

Last Updated:

করোনা পজিটিভ হওয়ায় আপাতত শ্যুটিং বন্ধ করে দেওয়া হল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই : করোনা ভাইরাসের  (Corona Virus)  প্রকোপ ক্রমান্বয়ে বেড়েই চলেছে৷ করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ এখন অবধি সবচেয়ে মারাত্মক প্রভাব ফেলেছে মহারাষ্ট্রে৷ তারকারাও একের পর এক করোনা পজিটিভ হচ্ছেন৷ এবার করোনা পজিটিভ হলেন ভোজপুরী ছায়াছবির জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা৷
advertisement

বিগ বস  (Bigg Boss) সূত্র ধরে সারা ভারতেও তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে৷ মোনালিসা (Monalisa)  আবার আলাদা করে বাঙালি ফ্যানদের মধ্যেও প্রচণ্ড জনপ্রিয় ৷ ওটিটি প্ল্যাটফর্মের পপুলার সিরিজ দুপুর ঠাকুরপো-তে ঝুমা বৌদি হয়ে বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন মোনালিসা বা অন্তরা বিশ্বাস (Antara Biswas) ৷ এবার তিনিও করোনা পজিটিভ হয়েছেন৷ দিন কয়েক আগেও পুরোপুরি সুস্থ ছিলেন কারণ স্বামীর সঙ্গে দোল খেলার ছবিও পোস্ট করেছিলেন সুন্দরী তন্বী৷

advertisement

তাঁর স্বামী বিক্রান্ত সিং রাজপুত (Vikrant Singh Rajpoot) এই খবর সুনিশ্চিত করেছেন৷ তিনি আবেদন করেছেন তাঁর ফ্যানরা যেন মোনালিসার দ্রুত আরোগ্যলাভের জন্য প্রার্থনা করেন৷

টিভি সিরিয়ল নমক ইশক কা -তে ভ্যাম্পের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি৷ তারপরেই মুম্বইতেও যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠেন তিনি৷ মোনালিসা এই মুহূ্র্তে মুম্বইতে একা রয়েছেন৷ নিজেই নিজের খেয়াল রাখছেন৷ তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন৷ কিন্তু তিনি অ্যাসিম্পটমেটিক আছেন৷ চিকিৎসকের পরামর্শমতোই তাঁর চিকিৎসা চলছে৷

advertisement

বিক্রান্ত জানিয়েছেন অভিনেত্রীর শরীর এখনও ঠিক রয়েছে৷ করোনা হলে অনেকেই হাইপার হয়ে যান৷ তিনি করোনা পজিটিভ হওয়ায় নমক ইশক কা -র শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মোনালিসার এখনও অবধি যে ধরণের করোনা হয়েছে তাতে শারীরিক কোনও অস্বস্তি নেই৷ তিনি ঠিক হয়ে গেলে শ্যুটিং ফের শুরু হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মোনালিস সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাকটিভ ৷ তাঁর ইনস্টাগ্রামে ৪১ লক্ষ ফলোয়ার রয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সবার প্রিয় ‘ঝুমা বৌদি’ এবার করোনা পজিটিভ, কেমন আছেন তিনি, খবর দিলেন খোদ স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল