কিছুদিন আগেই তিনি ঘরে বসেই জন্মদিন পালন করেন৷ আর তারপরই এই অবস্থা৷
প্রিয়াঙ্কার বন্ধু অরিত্র জানান যে, "শনিবার প্রিয়াঙ্কার অবস্থা কিছু খারাপ হয়৷ জ্বর ছিল, কাশিও ছিল৷ তড়িঘড়ি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ কিছু জটিলতা রয়েছে৷ তবে চিকিৎসায় সাড়া দিচ্ছে ভাল৷ মাঝেমধ্যে প্রয়োজন হচ্ছে অক্সিজেনের৷ ওষুধও শুরু হয়েছে৷ প্রতিদিন ডাক্তারদের সঙ্গে আমার কথা হচ্ছে৷ সকলে প্রার্থণা করুন, যাতে প্রিয়াঙ্কা সুস্থ হয়ে ফিরে আসেন৷"
অন্যদিকে প্রিয়াঙ্কার খুব ভাল বন্ধু মিঠাই অর্থাৎ সৌমিতৃষাও তাঁর জন্য প্রার্থণা করে পোস্ট করেছেন৷
বাংলা ধারাবাহিকের খুবই পরিচিত মুখ প্রিয়াঙ্কা৷ ১৩ বছর আগে মা ধারাবাহিক দিয়ে তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখেন৷ এতটাই জনপ্রিয় হয় তাঁর চরিত্র বাবলি যে এখনও ইন্ডাস্ট্রিত বাবলি বলেই তিনি পরিচিত৷ এরপর একের পর এক সিরিয়াল তো করেছেনই সঙ্গে অভিনয় করেছেন হোলি ফেক, ব্যোমকেশের মতো ওয়েব সিরিজে৷ বলিউডে শুরু হয়েছে তাঁর প্রোজেক্ট৷ মা ধারাবাহিক থেকেই তাঁর সঙ্গে অপরাজিতা আঢ্যের সক্ষতা৷ প্রিয়াঙ্কাকে মেয়ের মতো ভালবাসেন তিনি৷ প্রিয়াঙ্কাও তাঁকে মামণি বলেন৷ আপাতত প্রিয়াঙ্কা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, সেই কামনা রইল৷