ইউরোপে অসুখটা ছড়িয়েছে স্নো-রিসর্টগুলো থেকেই।তবুও রোগের বাড়বাড়ন্ত আটকানো যায়নি। চার্চের ফাদার, সুপার মার্কেটের ক্যাশিয়ার, ডাকঘরের কর্মী কাউকেই ছাড়েনি এই রোগ, কোরোনা নিঃশব্দে থাবা বসাচ্ছে। কোয়ারেন্টাইনে গেছেন প্রায় হাজার পঞ্চাশ মানুষ। কিছু গ্রাম, শহর সম্পূর্ণ লক ডাউন ছিল। এর বাইরে ছড়িয়ে যায় একটি খ্রিস্টানদের ধর্মীয় স্থান থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে। সবই বন্ধ করে দিতে হয়। স্কুল, কলেজ কবে খুলবে তার ঠিক নেই। অফিসের কাজ বাড়িতে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ানো সবই এখন অনলাইন।সমস্যাতে বিমান ও পর্যটন সংস্থাগুলো। টাকার অভাবে কর্মীদের মাইনে বন্ধ।
advertisement
এখন বসন্ত, গাছে নতুন পাতা গজায়, রং-বেরংয়ের ফুল ফোটে–দীর্ঘ শীতকালের পর মানুষ পার্ক, নদীরধার ইত্যাদিতে ভিড় করে–এবার কোনওটাই নেই। খবরের কাগজ খুললেই মৃত্যু, নতুন করে আক্রান্তের সংখ্যা এবং এর সাথে আছে সরকার অর্থনীতি নিয়ে কি ভাবছে। পেনশন, বেকার ভাতা এবং এককালীন সাহায্য দিয়ে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কোমাতে যাওয়া অর্থনীতি লক ডাউন শেষ হলেই দ্রুত চাঙ্গা হয়। ৬ লাখের মানুষের শহরে প্রায় ৬০০ জন আক্রান্ত এই মূহুর্তে।সাথে চলছে ইস্টারের ছুটি। এই সময়ে সবাই বাড়ি ফিরে যায়, প্রিয় জনের কাছে।চার্চে হয় বিশেষ প্রার্থনা। পোপ জন পল দ্বিতীয়র গ্রাম ঠিক শহরের বাইরে। সেটা একটা তীর্থক্ষেত্র, বিরাট জনসমাগম হয়। এবছর কোনো কিছুই হচ্ছে না। সমস্তকিছু স্তব্ধ, চারিদিকে হাহাকার। যেন যুদ্ধের সময় ফিরে এসেছে। চার্চের প্রার্থনা হচ্ছে– তবে সেটা অনলাইনে।‘সানডে মাস’ ও সেইভাবেই হচ্ছে।গোটা পৃথিবীটা যেন নিজের নিজের বাড়িতে নির্বাসিত। বন্দি দশা থেকে মুক্তি পাবার অনিশ্চয়তা।বাজারে এক জায়গাতে ২/৩ জন মাত্র থাকতে পারে।দুই ব্যক্তির মধ্যে এক মিটার দূরত্ব রাখাটা সরকারি নির্দেশ।
শুরুর দিকে জিনিসপত্রের হাহাকার থাকলেও এখন সবখিছুই পাওয়া যাচ্ছে মোটামুটি। বন্ধের তালিকাতে থাকা নাপিতের দোকান সমস্যা বাড়িয়েছে সবারই।ব্যক্তিগতভাবে যেভাবে দেখছি সেটা হল যত না মানুষ কোরোনাতে মারা যাবে তার চেয়ে বেশি মানুষ আক্রান্ত হবেন কর্মহীনতায়।
