গত বছরের শেষ দিকে করোনা আক্রান্ত হয়েছিলেন বাবুল৷ তাঁর বাবা এবং মা-ও করোনা আক্রান্ত হয়েছিলেন৷ করোনায় আক্রান্ত হওয়ার পর বাবুলের বাবা সুস্থ হয়ে উঠলেও প্রয়াত হন মা সুমিত্রা বড়াল৷ সেই ধাক্কা সামলে ওঠার পর ফের আক্রান্ত হলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী৷
এ দিন ট্যুইটারে বাবুল সুপ্রিয় লিখেছেন, 'আমি এবং আমার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছি৷ আমি এই নিয়ে দ্বিতীয় বার আক্রান্ত হলাম৷ আগামিকাল আমি আসানসোলে ভোটও দিতে পারব না৷ তৃণমূলের গুন্ডারা আসানসোলে অবাধ ও শান্তিপূর্ণ ভোটে বাধা দিতে যে ভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, সেটা আটকাতে আমার রাস্তায় থাকার দরকার ছিল৷'
পরে অবশ্য বাবুল আরও বলেন, 'তবে তৃণমূলের যে গুন্ডাবাহিনীকে আমি ২০১৪ থেকে সামলেছি, তাদের বেশি আনন্দিত হওয়ার কারণ নেই৷ ঘরে বসেই আমি আমার দায়িত্ব পালন করব আর আসানসোলের ৯টি আসনে জিততেই মানসিক ভাবে সব প্রার্থীকে সমর্থন জোগাব৷'
