কিন্তু দুটি বিমান মিলিয়ে মোট ৪৭ জন খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আয়োজকরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে প্রায় বারোশো জনকে মোট পনেরোটি চার্টার বিমানে অস্ট্রেলিয়ায় নিয়ে আসার ব্যবস্থা করেছে ন। ওই ৪৭ জন খেলোয়াড় চোদ্দো দিনের আগে বের হতে পারবেন না। বাকি খেলোয়াড়দের কোয়ারেন্টাইন এ থাকতে হলেও দিনে নির্দিষ্ট সময় তাঁরা ট্রেনিং করতে পারবে। নাদাল, নিশি করি, কেরবের, ভিক্টোরিয়া আজারেঙ্কা সহ অনেক নামী তারকা ইতিমধ্যেই কোয়ারেন্টাইন নিয়ম কানুন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। অনেকেরই মত আসার আগে তাঁদের স্পষ্ট করে নিয়ম জানানো হয়নি, তাহলে আসার আগে তাঁরা ভেবে দেখতেন।
advertisement
কিন্তু টুর্নামেন্টের আয়োজকরা বলছেন সবকিছুই আগে থেকেই পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল। ভিক্টোরিয়া রাজ্যের স্বাস্থ্য দফতর পরিষ্কার জানিয়ে দিয়েছে বিদেশ থেকে আসা খেলোয়াড়দের স্থানীয় নিয়ম মেনে চলতে হবে। নিয়ম ভাঙা বরদাস্ত করা হবে না। মুখে সরাসরি না বললেও অনেক খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ জন্মেছে। আয়োজকরা অবশ্য আশাবাদী সাফল্যের সঙ্গে টুর্নামেন্ট আয়োজন করতে পারবেন তাঁরা। দর্শক সংখ্যা অবশ্য প্রতিটি ভেনুতে পঁচিশ শতাংশের বেশি রাখা হবে না জানানো হয়েছে।

