জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ আক্রান্তই ভিন রাজ্য ফেরত ।শৈলশহরেই আক্রান্ত দুই ! লাগোয়া সুখিয়াপোখরিতে আক্রান্ত দু'জন । অদূরের বিজনবাড়িতে আক্রান্ত ১ । সমতলের নকশালবাড়িতে আক্রান্তের সংখ্যা তিন । শিলিগুড়িতে নতুন করে আক্রান্ত আরও পাঁচজন । এর মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন । তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্মরত । সব মিলিয়ে মেডিক্যালের ১১ জন চিকিৎসক করোনা আক্রান্ত । বিজনবাড়ির আক্রান্ত কলকাতা ফেরত । বাকিরা ভিন রাজ্য থেকে ফিরেছেন । কেউ ভিন রাজ্যে কাজ করতেন । কেউ বা উচ্চ শিক্ষার জন্যে গিয়েছিলেন । কেউ আবার ভিন রাজ্যে শ্রমিক বা কর্মী হিসেবে কাজ করতেন । ঘরে ফিরতেই তাঁরা করোনা আক্রান্ত ।
advertisement
কালিম্পংয়ের দুই ব্লক মিলিয়ে করোনা আক্রান্ত ৭ জন । প্রত্যেকেই দিল্লি ফেরত । উত্তরবঙ্গে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে কালিম্পংয়ে । আক্রান্ত মহিলার মৃত্যুও হয় ৷ তাঁর সংস্পর্ষে আসা পরিবারের ১০ জন আক্রান্ত হয় । পরবর্তীতে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন । স্বাভাবিকভাবেই চিন্তিত পাহাড়বাসী ৷ তবে আতঙ্কিত নয় ।
জিটিএ'র পক্ষ থেকে সকলকেই স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে । এখোনও ভিন রাজ্যে আটকে পাহাড়ের বহু বাসিন্দা । চলতি সপ্তাহেই তাঁরা ফিরবেন । জিটিএ'ও তাদের ফেরানোর সবরকম ব্যবস্থা নিয়েছে । জিটিএ'র চেয়ারম্যান অনীত থাপা জানান, পাহাড়ের কত জন বাইরে রয়েছে , তা সংখ্যায় বলা সম্ভব নয়। তবে আমরা তাদের ফিরিয়ে আনতে প্রস্তুত । অন্যদিকে, আজও ভাল খবর আছে। এদিন দু'জন আক্রান্ত করোনা জয় করে বাড়ি ফিরেছেন । এর মধ্যে একজন মালদহের ৮ বছর বয়সী নাবালিকা । সে আবার লিউকোমিয়াতেও আক্রান্ত । অন্যজন ১২ বছর বয়সী কিশোরী । সে অটল চা বাগানের বাসিন্দা ।
Partha Sarkar