এই মারণ ভাইরাস থেকে মুক্তি কবে ? লকডাউন উঠে যাওয়ার পরই কি সব দ্রুত ঠিক হয়ে যাবে ? বাড়ির বাইরে বের হওয়াটা কতটা নিরাপদ হবে এখন ? এমন অনেক প্রশ্নই এখন সবার মনে উঠছে ৷ জ্যোতিষশাস্ত্রের মতে, করোনা ভোগান্তি এখনও বেশ কয়েকদিন অপেক্ষা করছে ৷ আরও কয়েক মাস প্রত্যেককেই থাকতে হবে সাবধানে ৷ ভ্যাকসিন হয়তো এ বছরই আসবে ৷ তবে তা বাজারে আসতে সময় লাগবে ৷ আগামী ২১ জুনের সূর্যগ্রহণের প্রভাবও মানবজাতির উপর পড়বে ৷ দেখে নিন জ্যোতিষী সন্ত বেত্রা অশোকের করোনা নিয়ে কী ভবিষ্যদ্বাণী ৷
advertisement
আক্রান্তের সরাসরি সংযোগে বা কাছাকাছি এলে করোনাভাইরাস অন্যের দেহে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ইনফ্লুয়েঞ্জা বা অন্যান্য শ্বাসনালি সংক্রমণের ভাইরাস বা ব্যাক্টেরিয়ার মতো এই ভাইরাস হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই সূত্রে ভাইরাসের গতিবিধি নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর মিলছে না বলে জানাচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞেরা।
