TRENDING:

#Lockdown: কৃষকদের কষ্ট দূর করতে ফ্যাক্টরির ক্যান্টিনে কলাপাতায় খাওয়ার ব্যবস্থা,আনন্দ মহীন্দ্রাকে কুর্নিশ নেটিজেনদের

Last Updated:

‘সকলের তরে সকলে আমরা’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মহীন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহীন্দ্রা ফের একবার নেটিজেনদের মন জয় করে নিলেন ৷ বৃহস্পতিবার নিজের ফ্যাক্টরির ক্যান্টিনের ছবি ট্যুইট করেন আনন্দ মহীন্দ্রা ৷ লকডাউনের জেরে কষ্টের মধ্যে রয়েছেন কৃষকরা ৷ তাই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ফ্যাক্টরির ক্যান্টিনে স্টাফদের কলাপাতায় খাবার দেওয়া শুরু করলেন ৷
advertisement

কলা চাষীরা আর পাঁচজনের মধ্যে দারুণ অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন আর তাই এভাবেই তাঁদের সাহায্য করার কথা ভেবেছেন আনন্দ মহীন্দ্রা ৷ নিজের ট্যুইটে আনন্দ মহীন্দ্রা লিখেছেন, ‘একজন অবসরপ্রাপ্ত সাংবাদিক পদ্ম রামানাথ তাঁকে মেল করে জানিয়েছিলেন ওদের দুর্দশা থেকে উদ্ধার করতে প্লেটের বদলে কলা পাতার থালা ব্যবহার করতে ৷ কারণ কলাপাতা যাঁরা উৎপাদন করেন তাঁদের অসুবিধা হচ্ছে সেগুলি বিক্রি করতে ৷ আমাদের দ্রুত কার্যকারী ফ্যাক্টরি দল সঙ্গে সঙ্গে সেই আইডিয়া নিয়ে নেয়, ধন্যবাদ ৷ ’

advertisement

advertisement

করোনা ভাইরাস অতিমারির সময়ে লড়াইতে আনন্দ মহীন্দ্রা নিজের ক্ষমতায় যেভাবে সাহায্য করা সম্ভব তাই করছেন ৷ তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভেন্টিলেটর বানাতে সাহায্য করছেন৷ তাঁর দল তিনরকমের ভেন্টিলেটর নিয়ে এসেছে ৷ কারণ মারণ করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে টেস্ট কিটের পাশাপাশি ভেন্টিলেটরও খুব গুরুত্বপূর্ণ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেওয়াল জুড়ে রয়েছে শুধুই ইতিহাসের গন্ধ, বিপ্লবী ক্ষুদিরাম বসুর বেড়ে ওঠা 'এই' বাড়িতেই! জানুন
আরও দেখুন

আনন্দ মহীন্দ্রা লিখেছেন, ‘খুব খুব গর্বিত আমাদের কান্দিভালি ও ইগতাপুরি দলের কাছে যারা নিজেদের ফ্যাক্টরির মধ্যেই আটকে রেখে ৪৮ ঘণ্টা ধরে উৎপাদন চালিয়ে যাচ্ছেন ৷ আমি যাঁরা বিশেষজ্ঞ তাঁদের পরামর্শ নিয়ে এগুলিকে কার্যকারীভাবে ব্যবহার করতে চাই ৷ যাতে ভারত লড়াইতে ফিরতে পারে ৷ ’

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Lockdown: কৃষকদের কষ্ট দূর করতে ফ্যাক্টরির ক্যান্টিনে কলাপাতায় খাওয়ার ব্যবস্থা,আনন্দ মহীন্দ্রাকে কুর্নিশ নেটিজেনদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল