তবে এদিনও জেলায় সরকারি দফতরে কর্মী হাজিরা স্বাভাবিক নয় । বছরে অন্যান্য দিনের তুলনায় কিছু কম কর্মীই এদিন অফিসে আসেন বলে জানা গিয়েছে । এখনও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি চালু না হওয়ায় অনেকে অফিসে আসতে সমস্যায় পড়েন । এদিন মালদহে দেখা যায় জেলাশাসকের দফতরে সকাল সকাল হাজির জেলাশাসক রাজর্ষি মিত্র-সহ একাধিক কর্মী ও আধিকারিক । জেলাশাসকের দফতরের প্রবেশপথে সকলকে হাত স্যানিটাইজ করে ঢুকতে হচ্ছে । তবে অনেক কর্মী নির্দিষ্ট সময়ের বেশ খানিকটা পরে অফিসে এসে পৌছন । লকডাউনের মধ্যেও মালদহের জেলাশাসকের দফতরে অনেক গুরুত্বপূর্ণ বিভাগেই কাজ হয়েছে ।
advertisement
তবে এদিন প্রায় সব দফতরে কর্মীরা আসেন । আগামী কয়েকদিন এই কর্মী হাজিরার পরিমাণ আরও বাড়বে বলে আশা প্রশাসনিক কর্তাদের । তবে জেলা সদরে হাজিরা বেশি থাকলেও বিভিন্ন ব্লকগুলিতে কর্মীরা তুলনায় কম এসেছেন অফিসে । বেশিরভাগ ক্ষেত্রেই কম হাজিরার জন্য যোগাযোগের সমস্যার কথা বলেন অনেকেই । এদিন যারা অফিসে আসেন তাঁদের সকলের মুখেই ছিল মাস্ক । সর্বত্র ছিল হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা ।
Sebak DebSarma