নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন ক্রিকেটার তথা বিজেপি নেতা গৌতম গম্ভীর৷ তিনি লিখেছেন, "এই অন্ধকারময় পরিস্থিতিতে প্রতিটি সাহায্যই একটা আশার আলো ৷ খাবার, ওষুধ ও অক্সিজেন সরবরাহের কাজে গৌতম গম্ভীর ফাউন্ডেশনে এক কোটি টাকা দান করার জন্য অক্ষয় কুমারকে ধন্যবাদ ৷ ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন ৷"
গম্ভীরের এই টুইটের জবাবে অক্ষয় লিখেছেন, "গৌতম গম্ভীর, এটা সত্যিই খুব কঠিন সময় ৷ আমি সাহায্য করতে পেরে আনন্দিত৷ খুব শিগগিরই আমরা এই সঙ্কট কাটিয়ে উঠব বলে আশা রাখি ৷ নিরাপদে থেকো৷"
চলতি মাসের শুরুর দিকে নিজেও কোভিডে আক্রান্ত হয়েছিলেন অক্ষয় কুমার ৷ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে তিনি ডাক্তারদের পরামর্শে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন ৷ তাঁর আপকামিং ফিল্ম 'রাম সেতু'র শ্যুটিং-এর সময়েই করোনাভাইরাসে আক্রান্ত হন অভিনেতা৷ ৩০শে মার্চ থেকে মুম্বইয়ে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। ছবিতে অক্ষয়ের নায়িকার ভূমিকায় আছেন জ্যাকলিন ফার্নান্দিজ ও নুসরত ভারুচা। সমস্ত কোভিড বিধি মেনেই শ্যুটিং চলছিল, তবুও রেহাই পাননি অভিনেতা।
এদিকে এক মাসের মধ্যে এই প্রথমবার কিছুটা ভালো অবস্থা মুম্বইয়ের৷ চলতি মাসে এই প্রথমবার দৈনিক সংক্রমণ নামল ৬ হাজারের নীচে ৷ রবিবারের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে খোঁজ মিলেছে ৫ হাজার ৮৬৭ জন কোভিড রোগীর ৷ গত ৪ এপ্রিল বাণিজ্যনগরীতে দৈনিক কোভিড রোগীর সংখ্যা ছিল ১১ হাজার ২০৬ জন ৷ তার প্রেক্ষিতে এদিনের পরিসংখ্যান কিছুটা হলেও আশাব্যঞ্জক ৷