এদিন সিটুর উদ্যোগে দুর্গাপুরের সগড়ভাঙা এলাকায় গ্রাফাইড কারখানার ঠিকা শ্রমিক ও তাদের পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হল। গোটা আয়োজনে নেতৃত্ব দিলেন ঐশী। প্রায় ২০০ ঠিকা শ্রমিক ও তাঁদের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ঐশীরা।
স্বাস্থ্যকর্মীরা বারবারই বলছেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন একমাত্র পথ। তবে লকডাউন সঠিক ভাবে কার্যকর করতে গেলে সমস্ত গরীব মানুষদের খাদ্যের ব্যবস্থা করতে হবে। কারণ কয়েক কোটি মানুষের রুজিতে টান পড়েছে। সবচেয়ে খারাপ অবস্থা অসংগঠিত ক্ষেত্রের। দেশের এক তৃতীয়াশ জিডিপি যে ক্ষেত্রের উপর নির্ভরশীল।
advertisement
ঐশী এদিন বলেন,"সরকারি সদিচ্ছার অভাবে গরিব মানুষ খাবার পাচ্ছে না। ফলে তাঁরা রাস্তায় বেরিয়ে পড়তে পারে। আর তেমনটা হলে লকডাউটাই ব্যর্থ হবে। এই অবস্থায় বামপন্থী ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনগুলি লাগাতার সাহায্য পৌঁছে দিচ্ছে গরীব মানুষকে।"