এই ঘটনার জেরেই সেই সময় হাসপাতালে ভর্তি থাকা ১৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ ওই ঘটনার পরে তদন্তে নামে পুলিশ ৷ এবং হাসপাতালও সিল করে দেওয়া হয় ৷ শেষপর্যন্ত আগ্রার ওই বেসরকারি হাসপাতালকে ক্লিনচিট দিল উত্তর প্রদেশ সরকার ৷ জানানো হল, অক্সিজেনের ‘মহড়া’-র কারণে মৃত্যু হয়নি কোভিড রোগীদের।
advertisement
আগ্রার হাসপাতালের ঘটনা পরেই তার তদন্তের নির্দেশ দেয় যোগী আদিত্যনাথের সরকার। তদন্ত কমিটি যে রিপোর্ট পেশ করেছে তাতে দাবি করা হয়েছে, যে ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে, তার জন্য ‘মক ড্রিল’-এর ঘটনা দায়ী নয়। ওই রোগীদের অবস্থা সঙ্কটজনক ছিল। কোমর্বিডিটির কারণেই মৃত্যু হয়েছে তাঁদের। রিপোর্টে আরও বলা হয়েছে, সবরকম কোভিড বিধি মেনেই ওই রোগীদের চিকিৎসা করা হচ্ছিল। কারোর মৃত্যুই অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার জন্য হয়নি ৷
advertisement
Location :
First Published :
Jun 19, 2021 12:06 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Agra hospital gets clean chit: অক্সিজেন ‘মহড়া’-এ রোগীদের মৃত্যু নয়, আগ্রার হাসপাতালকে ক্লিন চিট উত্তর প্রদেশ সরকারের!
