গত ২৫ মার্চ থেকে ভারতে শুরু হয়েছে লকডাউন ৷ এর জন্য অন্যান্য অনেক ইন্ডাস্ট্রির মতো মুখ থুবড়ে পড়েছে বিমান শিল্পও ৷ এই খারাপ সময়কে কাটিয়ে উঠে কীভাবে পুনরায় ব্যবসায় লাভের মুখ দেখা যায়, তা নিয়ে চিন্তায় সব বিমানসংস্থাই ৷ এতগুলি বিমানের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে কর্মীদের বেতন, সব কিছুই এখন মাথাব্যাথার কারণ বিমানসংস্থার মালিকদের ৷ বেসরকারি বিমানসংস্থাগুলির আয় গত দু’মাসে প্রায় নেই বললেই চলে ৷ কার্গো বিমান ছাড়া বাকী সব পরিষেবাই বন্ধ ৷ তাই কর্মীদের ইন্ডিগোর সিইও জানিয়েছেন, ‘‘ আমরা কর্মীদের মার্চ এবং এপ্রিল মাসের পুরো বেতনই দিতে পেরেছিলাম ৷ কিন্তু এখন বলতে খারাপ লাগছে সংস্থার কাছে আর কোনও উপায় নেই ৷ মে মাস থেকেই তাই কর্মীদের বেতন ছাঁটাইয়ের পথে হাঁটছে সংস্থা ৷ ’’
advertisement
Location :
First Published :
May 09, 2020 8:56 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আর কোনও উপায় নেই, এবার কর্মীদের বেতনে কাটছাঁট ও বিনা বেতনে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত Indigo-এর