সোমবার তিনি ট্যুইট করেন, ‘‘আমি বুঝতে পারছি কোভিশিল্ড নেওয়ার পরে ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্বতী দেশগুলিতে যেতে অনেকের সমস্যা হচ্ছে। আমি কথা দিচ্ছি এই বিষয়টিকে আলোচনার জন্য সর্বোচ্চ স্তরে নিয়ে যাব এবং খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করব।’
আসল সমস্যা হল ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের চালু করা নতুন ভ্যাকসিন-পাসপোর্ট স্কিম ৷ এটি হল ডিজিটাল কোভিড সার্টিফিকেট ৷ যা থাকলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে প্রবেশ করা যাবে ৷ এই কোভিড সার্টিফিকেটে কী টিকা নেওয়া হয়েছে, তার প্রমাণ-সহ উল্লেখ করতে হবে ৷ কিন্তু সমস্যা হল যে চারটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তার মধ্যে কোভিশিল্ড নই ৷ তাতেই সমস্যায় পড়েন অনেক ভারতীয়ই ৷ কোভ্যাক্সিন নিয়ে সমস্যা ছিলই ৷ এবার কোভিশিল্ড নিয়েও একই সমস্যা দেখা দেওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন অধিকাংশ মানুষই ৷
advertisement
Location :
First Published :
June 29, 2021 7:25 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covishield-EU Travel Issues: কোভিশিল্ড নিলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে যাওয়া যাবে না! এব্যাপারে কী জানালেন আদর পুণাওয়ালা ?