TRENDING:

করোনা চিহ্নিতকরণে কলকাতার রিপোর্টের অপেক্ষা নয়, এই শহরেই তৈরি হচ্ছে উন্নত টেস্টিং ল্যাবরেটরি

Last Updated:

শুক্রবারই স্বাস্থ্য দফতরের আধিকারিকরা কলকাতা থেকে এসে জায়গা দেখে গিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমানঃ কলকাতার রিপোর্ট আসার অপেক্ষা নয়, বর্ধমানেই তৈরি হচ্ছে করোনা চিহ্নিতকরণের ল্যাবরেটরি। এখানেই করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের  প্রয়োজনীয় পরীক্ষা করা যাবে। ফলে দ্রুত রোগ নির্ণয় করে করোনা আক্রান্তদের আলাদা জায়গায় রেখে সংক্রমণ ছড়ানো আটকানো যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী জানান, বর্ধমানে টেস্টিং ল্যাবরেটরি হবে। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

বর্ধমানে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) অনুমোদিত  ল্যবরেটরি তৈরি হবে। বর্ধমান মেডিকেল কলেজেই তৈরি হবে সেই টেস্টিং ল্যাবরেটরি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ল্যবরেটরি তৈরির জন্য শুক্রবারই স্বাস্থ্য দফতরের আধিকারিকরা কলকাতা থেকে বর্ধমানে এসে জায়গা দেখে গিয়েছেন। দু-একদিনের মধ্যেই প্রয়োজনীয় সরঞ্জাম চলে আসবে। আগামী সপ্তাহ থেকেই ল্যবরেটরির কাজ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।

advertisement

রাজ্য সরকার মনে করছে, অবস্থান গত কারনেই বর্ধমানে এই টেস্টিং ল্যাবরেটরির বিশেষ প্রয়োজন। কারণ পূর্ব বর্ধমানের পাশাপাশি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ জেলা থেকে অনেক রোগী বর্ধমানে আসেন। ল্যাবরেটরি তৈরি হয়ে গেলে করোনার উপসর্গ নিয়ে কোনও রোগী এলে দ্রুত পরীক্ষার ব্যবস্থা করা যাবে। তাতে যেমন কলকাতার ল্যাবরেটরিগুলোর উপর চাপ ও নির্ভরশীলতা কমবে। তেমনই  দ্রুত রোগ নির্ণয় করা গেলে, করোনার সংক্রমণ অনেকটা এড়ানো যাবে। করোনা ভাইরাসে আক্রান্তদের সেখান থেকেই কোয়ারান্টিনে পাঠানো যাবে। বর্ধমানে কৃষি খামার সংলগ্ন এলাকায় প্রায় দেড়শ বেডের কোয়ারান্টিন তৈরি করা হয়েছে।

advertisement

শুক্রবার বর্ধমানে  করোনা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থার পর্যালোচনা বৈঠক হয়। জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত সেই বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক-সহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকরা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায়, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালর প্রতিনিধি ও জেলা পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে করোনা রুখতে প্রয়োজনীয় পরিকাঠামো ও আর কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Saradindu Ghosh

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা চিহ্নিতকরণে কলকাতার রিপোর্টের অপেক্ষা নয়, এই শহরেই তৈরি হচ্ছে উন্নত টেস্টিং ল্যাবরেটরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল