ফেসবুকে পোস্ট হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি করছে ক্ষিপ্ত জনতা। কোনও মতে জিপ চড়ে এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা। ২৯ মার্চ ভিডিওটি পোস্ট হয়। তাতে লেখা হয় সেটি মেটিয়াবুরুজ এলাকার। তবে আজ কলকাতা পুলিশ তাঁদের ফেসবুক এবং ট্যুইটার হ্যান্ডেলে ভিডিওর একটি স্ক্রিনশট তুলে তা পোস্ট করে জানিয়েছেন, পুরো বিষয়টাই মিথ্যা। ভিডিওটি কলকাতার নয়। সেটি গুজরাতের একটি পুরনো ভিডিও।
advertisement
কলকাতা পুলিশের তরফে যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে হিমাংশু দেবনাথ নামের এক ফেসবুক ব্যবহারকারীর পোস্টের ছবি দিয়ে জানানো হয়েছে, যে ভিডিওটি মেটিয়াবুরুজ এলাকার বলে পোস্ট করা হয়েছে, সেটি সেখানকার নয়। বরং তা গুজরাতের একটি পুরোনো ভিডিও। এরপরেই যিনি এই ভিডিও পোষ্ট করেছেন, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের বন্দোবস্ত করা হয়েছে বলে জানান হয়েছে। এরপর এদিনই সন্ধ্যায় গাইঘাটায় তার বাড়ি থেকে অভিযুক্ত হিমাংশু দেবনাথকে গ্রেফতার করে লাল্বাজারের গোয়েন্দারা।
প্রসঙ্গত, গত বছরের ১৯ ডিসেম্বর আমেদাবাদের শাহ-ই-আলম এলাকায় সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) প্রতিবাদে বিক্ষোভ থামাতে গেলে পুলিশের সঙ্গে জনতার ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে পাঁচ পুলিশকর্মী জখম হন। ভিডিওটি সেই ঘটনারই। মেটিয়াবুরুজে সম্প্রতি এই ধরনের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।