নার্সিপটনম সরকারি হাসপাতালে একজন অ্যানেসথেটিস্ট হিসেবে কাজ করতেন ডাক্তার সুধকরা ৷ কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত ভিডিও পোস্ট করে সাসপেন্ড হন তিনি ৷ ওই ভিডিওতে সুধকরা দেখান যে অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে নাকি পিপিই পোশাক ছাড়াই ডাক্তারদের করোনা রোগীদের চিকিৎসা করতে বলা হচ্ছে ৷ এর জন্য গত ৯ এপ্রিল সাসপেন্ড করা হয় ওই সরকারি হাসপাতালের ডাক্তারকে ৷ কিন্তু সাসপেন্ড হওয়ার পর থেকেই আর নিজের মাথা যেন ঠিক রাখতে পারছিলেন না ওই চিকিৎসক ৷
advertisement
মদ খেয়ে রাস্তায় নেমেই অভব্য আচরণ শুরু করেন তিনি ৷ গালিগালাজও করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির নাম করে ৷ এরপর পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ালে রাস্তায় নেমে সবার সামনেই নিজের শার্ট ছিঁড়তে শুরু করেন সাসপেন্ড হওয়া ওই চিকিৎসক ৷ সরকারের বিরুদ্ধে তার অভিযোগ, তাকে কিডন্যাপ করে কেউ রাস্তায় ফেলে দিয়ে চলে গিয়েছে ৷ তাকে কেউ বা কারা খুন করতে চায় ৷