গাইঘাটার ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাটিকুমড়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তি আগে সেনাবাহিনীতে ছিলেন। অবসরের পর যোগ দেন পোর্ট ট্রাস্টে সিকিউরিটি গার্ডের কাজেl লকডাউন চলাকালীন ২১ এপ্রিল বাড়িতে ফিরেছিলেনl ২৩ এপ্রিল কলকাতায় ফিরে কাজে যোগ দেওয়ার পর অসুস্থ হয় পড়েন। এরপর তাঁকে খিদিরপুরে আইসোলেশনে পাঠান হয়। তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠান হয়। সেই রিপোর্ট আসতেই জানা গিয়েছে, করোনা আক্রান্ত তিনি। তড়িঘড়ি তাঁকে আলিপুর সেনা হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এই ব্যক্তি অশোকনগরের করোনা আক্রান্ত ব্যক্তির সঙ্গে এক গাড়িতে যাতায়াত করতেন।
advertisement
গাইগাটার ব্যক্তির পরিবারের ১৪ জনকে হোম করেন্টাইনে রাখা হয়েছে l অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে রবিবার আক্রান্তের বাড়ি ও গ্রাম স্যানিটাইজ করা হয়l গ্রাম সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছেl গ্রামের সমস্ত প্রবেশ মুখে বাঁশের ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছেl গ্রাম পঞ্চায়েত অফিসে কন্ট্রোল রুম খুলে গ্রামের মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে l