TRENDING:

Vaccine Offer: ভ্যাকসিন নিলেই চুল কাটতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়! একই নিয়ম রেস্তোরাঁ-পাবে

Last Updated:

ভ্যাকসিন নিয়ে সর্তকতা চলছে দেশ জুড়ে(Vaccination India)৷ করোনা রোধে ভ্যাকসিনের জুড়ি নেই৷ সব চিকিৎসকের একই পরামর্শ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভ্যাকসিন নিলে সস্তায় কাটা যাবে চুল! একেবারে ৫০শতাংশ (50% discount in Salon for Vaccine)কম হারে চুল কাটার ব্যবস্থা করা হয়েছে একটি সেলুনে (Salon)৷ মালিকের বক্তব্য, এভাবে কিছুটা ছাড় তো অজুহাত৷ মূলত করোনার সঙ্গে লড়াইয়ে ভ্যাকসিন নিয়ে সচেতনতা গড়তে এই প্রয়াস৷ আপাতত মাদুরাইয়ে শুরু হয়েছে এই অভিনব উদ্যোগ৷ অন্যদিকে গুরুগ্রামেও (Gurugram)মিলছে এক অভিনব ছাড়! ভ্যাকসিন নিলে রেস্তোরাঁ ও পাবে মিলবে ছাড়৷ এক্ষেত্রে জানানো হয়েছে যে, ভ্যাকসিনের (Corona First dose) প্রথম ডোজ নিলে মিলবে ২৫ শতাংশ ছাড় এবং দু’টি ভ্যাকসিন ডোজ নিলে মিলবে ৫০ শতাংশ ছাড়৷ অর্থাৎ ভ্যাকসিন নিলে নিশ্চিন্তে খানা-পিনা তো করতে পারবেনই, সঙ্গে আবার বিলে অনেকটা ডিসকাউন্টও থাকবে৷
advertisement

ভ্যাকসিন নিয়ে সর্তকতা চলছে দেশ জুড়ে৷ করোনা রোধে ভ্যাকসিনের জুড়ি নেই(Vaccination India)৷ সব চিকিৎসকের একই পরামর্শ৷ ষাটোর্ধ্ব, স্বাস্থ্যকর্মীদের আগেই হয়েছে ভ্যাকসিন ডোজ৷ এবার ৪৫ এবং ১৮ বছরের উপরের ব্যক্তিদের করোনা টিকাকরণ চলছে৷ এবং তাতে গতি আনতে সরকারের পক্ষ থেকে সব রকম চেষ্টাও চলছে৷ সরকারের সঙ্গে হাত মিলিয়ে বহু বেসরকারি সংস্থাও৷ তারাও নিজের কর্মীদের জন্য করছে টিকাকরণ কর্মসূচি৷ ফলে ধীরেধীরে ভ্যাকসিন নিচ্ছেন বহু মানুষ৷ প্রথমে ভ্যাকসিন নিয়ে সংশয় থাকলেও তা কাটিয়ে উঠেছেন সাধারণ মানুষ এবং করোনা মোকাবিলায় ভ্যাকসিনের দিকে ঝুঁকছেন সকলে৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউ (Coronavirus 2nd Wave)-এর ধাক্কা কোনওমতে প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে ভারত । বহু সাধারণ মানুষ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত সেবাদান ও মৃত্যুর বিনিময়ে দেশে আবারও নিম্নমূখী হয়েছে করোনার সংক্রমণ । কিন্তু বিশেষজ্ঞরা বারবারই সচেতন করছেন, এখানেই শেষ নয় । আরও ভয়ঙ্কর, আরও মারাত্মক আকারে ফিরতে চলেছে করোনার তৃতীয় ঢেউ (Coronavirus 3rd Wave) । যাতে আবারও টালমাটাল হবে গোটা দেশ । তাই সতর্ক হতে হবে এখনই, এই মুহূর্ত থেকে।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Vaccine Offer: ভ্যাকসিন নিলেই চুল কাটতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়! একই নিয়ম রেস্তোরাঁ-পাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল